ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। মাত্র আট বছর। তার মধ্যেই দশম স্থান থেকে আমাদের দেশ এতটা এগিয়ে এসেছে। শনিবার সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক সপ্তাহ আগেই ভারত ব্রিটেনক💛ে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। শুধু তাই নয়, আগামিদিনে ভারত তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারে বলেও মনে করছেন ♈অর্থনীতিবি🐟দদের একাংশ।
'গত আট বছরে, ভারত অষ্টম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। এটি সম্ভব হয়েছে কারণ, গত সাত-আট বছরে, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে যে বাধাগুলি ছিল, তা সরিয়ে দিয়েছি,' 'রোজগার মেলা'-র ভার্চুয়াল ইভেন্টে ভাষণে এই বিষয়ে ব্যাখা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, 'মুদ্রাস্ফীতি, বেকারত্বের সঙ্গে আমরা লড়াই করছে। ১০০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সংকটের পার্শ্বপ্রতিক্রিয়া মাত্র ১০০ দিনে দূর হতে পারে না।' ﷺঅর্থাত্, তিনি করোনভাইরাস পরিস্থিতির উল্লেখ করেন। করোনার কারণে ভারত তথা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক পতন হয়েছিল তা কারও অজানা নয়। এর থেকে মাত্র ১০০ দিনেই বেরিয়ে আসাও সম্ভব নয়, মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
রোজগার মেলা নামে সরকারের এই নিয়োগ ড্রাইভে ১০ লক্ষেরও বেশি কর্মসংস্থানের লক্ষ্য স্থির করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৫,০০০ জন শনিবারেই অফার লেটার পেয়ে গিয়েছেন। 'আগামী কয়েক মাসে, আরও লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে,' বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির উন্নতির জন্য স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন : Central Govt Jobs: দীপাবল♑ির আগেই কেন্দ্রে ৭৫,০০০ চাকরি! রোজগার মেলার মাধ্যমে মোট ১০ লাখ নিয়োগ
এরপর তিনি বলেন, '২০১৪ সালে, ভারতে মাত্র হাতে গোনা কয়েকটি স্টার্ট-আপ ছিল। এখন, সেই সংখ্যা ৮০,০০০ অতিক্রম করে গিয়েছে। ভারতীয় সংস্থাগুলিও ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে। অনেক সেক্টরেই ভারত এখন বিশ্বের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে।' আরও পড়ুন : Nirmala Sitharaman on Value of Rupee: ‘টাকার দাম কমেনি… আমার মত♎ে, ডলারের দাম ব🔜েড়েছে’, মন্তব্য নির্মলা সীতারামনের
এদিকে, কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা এই রোজগ🅠ার মেলা নিয়ে তুমুল সমালোচনা করেছেন। তাঁর কথায়, বলেছেন রো🌄জগার মেলা মোদী সরকারে এক নয়া 'ইভেন্টবাজি' ছাড়া কিছুই নয়।