ভারতের করোনা আক্রান্তের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়ে🐼ছে ৫০ হাজারের নিচে। শনিবারের রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪০৭ জন, সেখানে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পেশ করা রিপোর্টে বলা হচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৪৪, ৮৭৭ জন। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, শেষ ২৪ ঘণ্টার নিরিখে শনিবারের তুলনায়, রবিবারের যে রিপোর্ট এসেছে তাতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ নেমেছে। যেখানে ওমিক্রন নির্ভর কোভিডের স্রোতে কার্যত ত্রাসের সঞ্চা꧒র হয়েছে দেশে, সেখানে করোনা গ্রাফের এই কমতি ঘিরে আশার আলো দেখছে দেশ। উল্লেখ্য, ভারতের সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ। রবিবার দেশে করোনা সংক্রমণের হার ৩.১৭ শতাংশ। উল্লেখ্য, পরিসংখ্যান বলছে দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫, ৩৭,০৪৫ জন। গত একদিনে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ১৭, ৫৯১ জন। এদিকে গত একদিনে মৃতের সংখ্যার পরিসংখ্যানে খানিকটা উদ্বেগ রেখেছে কেরল। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। তাঁদের মধ্যে কেরলেই শুধু মৃত্যু হয়েছে, ৪২৭ জনের।
এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভ্যারিয়েন্টের পর আরও এক নতুন ভ্যারিয়েন্টের আগমনের সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, করোনার পরবর্তী ভ্যারিয়েন্ট যেমন দ্রুত ছড়াবে তেমনই তার ঘাতক ক্ষমতাও বেশি থাকবে। এদিকে, এই পরিস্থিতির মাঝে ভারতে করোনা গ্রাফ কমতির𒉰 দিকে যেতেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোভিডের বিধি থেকে সরে এসে, বহু ক্ষেত্রই খুলে দেওয়া হয়েছে। খুলেছে স্কুল থেকে রেস্তোরাঁ, কেন্দ্রীয় সরকারি দফতরেও চলেছে সম্পূর্ণ উপস্থিতির হার নিয়ে কাজ।