একটা সময় ব্রাজিলের ধারেকাছেও ছিল না। সেখান থেকে সোমবার দক্ষিণ আমেরিকার দেশকে টপকে বিশ্বের সর্বাধিক করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় দ্বিܫতীয় স্থানে উঠে এল ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২০৪,৬১৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০,৮০২ জন নয়া সংক্রমিতের হদিশ মিলেছে। অর্থাৎ পরপর দু'দিন দেশে নয়া আক্র🌸ান্তের সংখ্যা ৯০,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আর তার জেরে বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলকে ছাপিয়ে দু'নম্বরে উঠে এসেছে ভারত।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনার কবলে পড়েছেন ৪,১৩৭,৫২১ জন।▨ শেষ ২৪ ঘণ্টায় সেখানে ১৪,৫২১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা ভারতের প্রায় সাড়ে চার গুণ কম। শুধু সোমবার নয়, গত কয়েকদিন ধরেই সেই প্রবণতা দেখা যাচ্ছে। গত শুক্রবার ভারতের তܫুলনায় ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৬৯,০০০-এর মতো বেশি ছিল। ৪৮ ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের নিরিখে ভারতের আক্রান্তের সংখ্যা ৬৭,৯০৩ বেশি হয়ে গিয়েছে। আপাতত ভারতের সামনে আছে শুধুমাত্র আমেরিকা (৬,২৭৫,৭৭৫)।
আক্রান্তে𓆉র নিরিখে ব্রাজিলকে ছাপিয়ে গেলেও মৃত্যুর হিসেবে এখনও দক্ষিণ আমেরিকার দেশের তুলনায় ঢের পিছিয়ে আছে ভারত। কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,০১৬ জন আক্রান্তের মৃত্যুর ফলে ভারতে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৬৪২। তা সত্ত্বেও মৃত্যুর ক্ষেত্রে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে। অগস্টের গোড়ার দিকে ভারতে মৃত্যুর হার (সিএফআর অর্থাৎ মোট করোনা আক্রান্তের নিরিখে মৃতের সংখ্যা) ছিল ২.১৫ শতাংশের মতো। সোমবার তা কমে দাঁড়িয়েছে ১.৭ শতাংশ। যা বিশ্বব্যাপী গড়ের প্রায় অর্ধেক। বিশ্বে করোনায় মৃত্যুর হার ৩.২ শতাংশ।
একইসঙ্গে সুস্থতার হারও কিছুটা স্বস্তিতে রেখেছে কেন্দ্রকে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৯,৫৬৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। তার জ🌠েরে করোনায় জয়ী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,২৫০,৪২৯। তবಌে রবিবারের তুলনায় সুস্থতার হার সামান্য কমে দাঁড়িয়েছে ৭৭.৩১ শতাংশ। স্বভাবতই সক্রিয় আক্রান্তের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৯ শতাংশ। আপাতত দেশে এখনও করোনার কবলে আছেন ৮৮২,৫৪২।