ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন হোয়াইট হাউজের মুখপাত্র। শুক্রবার তিনি জানিয়েছেন, গত তিন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র 🉐মোদীর নেতৃত্বে ভারত মার্কিন সম্পর্ক আর🐷ও নিবিড় হয়েছে। এনিয়ে উচ্চ প্রশংসা করেন তিনি। তিনি জানিয়েছেন, এই দুই দেশের মধ্য়ে যে বন্ধন তা অত্যন্ত ঘনিষ্ঠ ও তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানিয়ে🐼ছেন, আপনারা আমেরিꩲকায় এলে এটা বুঝতে পারবেন। আমরা সবরকম উদ্যোগ নিয়েছি, প্রযুক্তিগত ক্ষেত্রে উন্নতির সবরকম চেষ্টা করছি। …
সেই সঙ্গে আমেরিকা ও ভারতের মধ্য়ে পারস্পরিক আꦇদানপ্রদান, সামরিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান নিয়েও তিনি মুখ খোলেন। মানুষের সঙ্গে মানুষের আদানপ্রদান, সামরিক ক্ষেত্রে আদানপ্রদান আমরা সবটাই করছি ভারতের সঙ্গে। জানিয়েছেন, হোয়াইট হাউসের ন্যাশানাল সিকিউরಞিটি কমিউনিকেশন পরামর্শদাতা জন কিরবি।
ভারতের ভোটের প্রসঙ্গেও মুখ খুলেছেন জন কিরবি। ভারতের গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় এত মানুষের অংশগ্রহণের প্রশংস🐲া করেন তিনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ভারত হল গোটা বিশ্বের অন্যতম প্রাণবন্ত গণতন্ত্র। তিনি বলেন, ভারতের মতো এত প্রাণবন্ত গণতন্ত্র গোটা বিশ্বে আর বিশেষ নেই। আমরা ভারতের মানুষকে এনিয়ে প্রশংসা করছি। তাদের ভোট দেওয়ার ক্ষমতা, তাদের ভবিষ্যৎ সরকার তৈরির জন্য তাদের যে জোরালো আওয়া🍃জ…তাদের সকলকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
সেই সঙ্গে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে তিনি💮 বলেন, আমাদের মধ্যে এই অংশীদারিত্বটা অত্যন্ত সক্রিয়।
আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অত্যন্ত কৃতজ্ঞ। জানালেꦅন হোয়াইট হাউজের মুখপাত্র।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে একটা অভিযোগ করা হয় যে ভারত আর জাপানের বিদেশ সম্পর্কে কিছুটা আতঙ্ক থাকে। সেই প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছিলেন সেটা প্রসঙ্গের বাইরে গ꧙িয়ে আলোচনা করাটা ঠিক নജয়। প্রেসিডেন্ট একটি বড় পয়েন্টের দিক থেকে এটা বলতে চেয়েছিলেন।
তবে হোয়াইট হাউজের তরফে যেভাবে ভারতের ভোট প্রক্রিয়ার প্রশংসা করা হয়েছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা▨র উচ্চ প্রশংসা করা হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গেই যেভাবে আমেরিকার তরফে মোদীকে অত্যন্ত উচ্চতর আসনে বসানো হয়েছে সেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
এদিকে অতীতেও একাধিক দেশ মোদীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হ♊িসাবে মেনে নিয়েছিলেন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছিল মোদীকে দরাজ সার্টিফিকেট দিচ্ছে একাধিক রাষ্ট্রপ্রধান। এবার আম🌃েরিকা ফের আরও একবার মোদীর নেতৃত্বের কথা স্মরণ করালেন।