করোনা সংকটের মাঝেও বজায় রইল সৌভ্রাতৃত্বের অঙ্গীকার।𒀰 সোমবার বাংলাদেশের হাতে ১০টি লোকোমোটিভ তুলে দিল ভারতীয় রেল।
এ দিন দশটি ব্রডগেজ লোকোমোটিভকে অনলাইনে সংকেত দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা করালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল বিদেশমন্ত্রী এস জয়শংকর। অন্য দিকে, বাংল🅘াদেশের তরফে অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে দেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসাম সুজন এবং বিদেশমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শংকর ভারত ও বালাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের উল্লেখ করেন। কোভিড সংকটের মাঝেও দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে বলে তিনি সন্তোষ♒ প্রকাশ করেন। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এমন আরও বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।&nb💝sp;
রেলমন্ত্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক সংযোগ ও বাণিজ্যে রেলের তাৎপর্য সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী 𝔉শেখ হাসিনার ক✨াছে যে অঙ্গীকার করেছিলেন, আজ তা পরিপূর্ণ হল।’
ভারতীয়🐓 রেলের কর্তারা জানিয়েছেন, লোকোমোটিভগুলির কমপক্ষে ২৮ বছর কর্মক্ষম থাকবে। ঘণ্টায় ১২০ কিমি গতিবেগে ছোটার ক্ষমতা রয়েছে লোকোমোটিভগুলির।