ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে ট্র্যাভেল অ্যাডভাইসরি জারি করে ভারতীয় নাগরিকদেরဣ ইরাকে না যাওয়ার আর্জি জানাল বিদেশমন্ত্রক।
বাগদাদ বিমানবন্দরে আমেরিকার হানায় কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত ক্রমশ বেড়েছে। হুঁশিয়ারি-পালটা হুঁশিয়ারির আবহের মধ্যেই আজ ইরাকে মার্কিন সেনার ছাউনিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তার জে🦄রে উত্তেজনা আরও বেড়েছে।
আরও পড়ুন : ইরাকে মার্কিন ছা💛উনিতে মিসাইল হানায় মৃত ৮০, দাবি ইরানের
এই পরিস্থিতিতে ট্র্যাভেল অ্যাডভাইসরি জারি করেছে বিদেশমন্ত্রক। অ্🍸যাডভাইসরিতে বলা হয়েছে, 'ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজন ছাড়া ভারতীয় নাগরিকদের ইরাকে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ইরাকে বসবাসকারী𒉰 ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইরাকের মধ্যেও যাতাযাত এড়িয়ে যেতে পারেন।'
আরও পড়ুন : তাঁর মৃত্যু✤তে হুমকি ইরানের, কে এই কাশেম সোলেইমানি?
পরবর্তী ব🦂িজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ইরাকে না যাওয়ার পরামর্শ দিয়েছে সাউথ ব্লক। পাশাপাশি, বাগদাদে ও এরবিলে ভারতীয় দূতাবাস যে কোনও সহায়তা কবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : দিল্লিতে ২০১২ বোমা বিস্ফোরণেও মূল মাথা ছিল হত সোলেমানি, জানালেন ট্🧸রাম্প