২০২২ সালে গামিবিয়ায় ৭০ জন শিশুর মৃত্যুতে ভারতের মেইডেন ফার্মাকিউটিক্যালসের নির্মিত কাফ সিরাপ কাঠগড়ায় দাঁড়ায়। ওই শিশু মৃত্যুর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংযুক্ত করে ভারতে তৈরি কাফ সিরাপকে। এরপর ভারত ওই🐷 কাফ সিরাপের নমুনা সরকারি ল্যাবোরেটরিতে পরীক্ষা করে। পরে দিল্লি জানায়, সাফ সিরাপে বিষাক্ত কিছু খুঁজে পাওয়া যায়নি। এদিকে, গত বছর জনৈক আইনজীবী যশপাল অভিযোগ তোলেন, হরিয়ানার ড্রাগ কন্ট্রোলার মনমোহন তানেজাকে মেইজেন ফার্মাকিউটিক্যালস ঘুষ দিয়ে সিরাপের নমুনা বদল করেছিল। যদিও সেই অভিযোগ তানেজা নস্যাৎ করেন। এদিকে, ভারত জানিয়েছে, এই ঘুষ কাণ্ডের তদন্ত করার পর এই ইস্যুতে যথাযথ ব্যবস🀅্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে হরিয়ানার ড্রাগ কন্ট্রোলার মনমোহন তানেজা মেইডেনের থেকে ৫০ মিলিয়ন টাকা নিয়েছিল। এদিকে, ঘটনার তদন্তে নেমে হরিয়ানার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ๊অশোক মিনা, এবং তদন্তকারী অফিসার গগ🍎নদীপ সিং রয়টার্সকে জানিয়েছেন, ‘আইন মেনে’ এই ইস্যুতে তদন্ত শেষে ‘যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’। অশোক মীনা জানিয়েছেন, 'আমরা খুব স্পষ্ট যে যদি কেউ কিছু ভুল করে থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।' তিনি সাফ জানান, ‘দুর্নীতি একদমই সহ্য করা হবে না। ভুল যেই করুক, তানেজা বা অন্য কেউ, কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মনমোহন তানেজার সঙ্গে বহু সংবাদমাধ্যম যোগাযোগ꧙ করার চেষ্টা করলেও, তিনি তা কথা বলেননি। এর আগে, অক্টোবর-এ গত বছর তিনি বলেছিলেন, এই অভিযোগ ‘ ভুয়ো অভিযোগ যা এসেছে ভুয়ো ব্যক্তির তরফে’। এদিকে, আইনজীবী যশপালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেনননি। এদিকে, তদন্তের গতিপ্রকৃতি থেকে কী কী বেরিয়ে আসছে, তাও সঠিকভাবে তদন্তকারীরা প্রকাশ করতে চাইছেন না। এদিকে, মেইডেনের প্রতিষ্ঠাতা নরেশ কুমার গোয়েল জানান, তিনি এই তদন্তের বিষয়ে কিছুই জানেন না। তিনি আগে জানিয়েছেন, তাঁর সংস্থা সিরাপের মান যাচাইয়ের জন্য কোনও নমুনা বদল করেনি বা কাউকে কোনও ঘুষ দেয়নি। যশপাল তার অভিযোগে, তিনি কোথা থেকে তথ্য পেয়েছেন বা মেইডেনের তৈরি সিরাপ সম্পর্কে তার দাবির প্রমাণ দেননি। তিনি জুন মাসে রয়টার্সকে বলেছিলেন যে তিনি ভারতের ওষুধ শিল্পের অন্তত দুই ব্যক্তির কাছ থেকে কথিত ঘুষের বিষয়ে জানতে পেরেছিলেন।