বাংলা নিউজ > ঘরে বাইরে > Bhaichung Bhutia leaves politics: TMC-র হাত ধরে শুরু পথচলা, পরপর ৬টি হারের পর অবশেষে নিজের রাজনীতি ছাড়ছেন ভাইচুং ভুটিয়া
এককালে ফুটবল মাঠ কাঁপানো ভাইচুং ভুটিয়া রাজনীতির ময়দানে একটিও 'ম্যাচে' জিততে পারেননি। এই আবহে অবশেষে রাজনীতিকে চিরতরে বিদায় জানালেন ভাইচুং। ভারতীয় ফুটবল কিংবদন্তির কথায়, ভোটের রাজনীতি তাঁর জন্যে নয়। ২০২৪ সালের ফলফল তা তাঁকে উপলব্ধি করতে সাহায্য করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছিল ভাইচুংয়ের রাজনৈতিক যাত্রা। সেবারে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। তবে জিততে পারেননি। পরে ২০১৬ সালের বিধানসভা ভোটে ভারতীয় ফুটবল কিংবদন্তিকে প্রার্থী করা হয়েছিল শিলিগুড়ি আসনে। তবে সেবারও হারতে হয়েছিল ভাইচুং ভুটিয়াকে। (আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সামনে এল নয়া আপডে🎶ট, চিঠিতে করা হল বড় দাবি)