যুব সম্প্রদায়কে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। অর্থাৎ সপ্তাহে দু'দিন ছুটি থাকলে প্রতিদিন ১৪ ঘণ্টা কাজ করতে হবে ভারতের যুব সম্প্রদায়কে। তবেই গত দুই থেকে তিন দশকে যে দেশগুলির ব্যাপক আর্থিক উন্নতি হয়েছে, সেই দেশগুলি🧸র সঙ্গে পাল্লা দিতে পারবে ভারত। এমনই মন্তব্য করলেন ভারতের দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশগুলির মানুষের নিরিখে ভারতীয়দের কর্মক্ষমতা অত্যন্ত কম। সেই পরিস্থিতিতে বিশ্বের সেরা দেশগুলির সঙ্গে টক্কর দিতে যুব সম্প্রদায়কে হাড়ভাঙা পরিশ্রম করতে হবে। যে কাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করেছিল জাপান, জার্মানির মতো দেশ।
'থ্রি ওয়ান ফোর ক্যাপিটাল'-র (3one4 Capital) পডকাস্ট দ্য রেকর্ডে সেই মন্তব্য করেন দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা মূর্তি। বৃহস্পতিবার ইউটিউবে সেই পডকাস্টের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। সেই পর্বে ইনফোসিসের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) মোহনদাস পাইয়ের সঙ্গে আলাপচাꦿরিতায় প্রযুক্তি, ভারতের উন্নতির মতো বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেই আলোচনা-পর্বেই মূর্তি দাবি করেন, ভারতীয়দের কর্মক্ষমতা অত্যন্ত কম।
আরও পড়ুন: Infosys Salary Hike: অবশেষে স্যালারি বাড়ছ🧸ে Infosys কর্মীদের! কাদের ইনক্রিমেন্ট হবে? এরিয়ার মিলবে?
ইনফোসিসের প্রতিষ্ঠাতার মতে, অর্থনীতির নিরিখে চিনের মতো দেশের সঙ্গে টক্কর দিতে ভারতের যুব সম্প্রদায়কে নিজেদের সবকিছু উজাড় করে দিতে হবে। ঠিক যে কাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করেছিল জাপান, জার্মানির মতো দেশগুলি। সেইসঙ্গে দুর্নীতি, প্রশাসনিক লালফিতের জটের মতো বিষয়গুলি নিয়েও অসন্তোষ প্রকাশ ক🍌রেন ভারতের দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা।
তিনি বলেন, ‘বিশ্বের মধ্যে ভারতের কর্মক্ষমতা অন্যতম কম। যদি আমরা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করি, যদি না যে সরকারের কোনও স্তরে দুর্নীতিতে লাগাম টানতে না পারি, যদি না ক🅠োনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক লালফিতের ফাঁস কাটাতে না পারি, তাহলে আমরা সেইসব দেশের সঙ্গে লড়াই করত💧ে পারব না, যেসব দেশের ব্যাপক উন্নতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাই যুব সম্প্𓆉রদায়কে বলতে চাই, তাঁদের অবশ্যই বলা উচিত যে এটা🥃 আমার দেশ। আমি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে তৈরি।’ তবে দুর্নীতির বিষয়ে কিছুটা ‘সতর্কভাবে’ পা ফেলেছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তিনি জানান, দুর্নীতির বিষয়ে তিনি ঠিক জানেন না। বিভিন্ন জায়গায় ওই বিষয়ে পড়েছেন।