৩৫ হাজার কলেজ পড়ুয়াকে কাজে লাগাবে ইনফোসিস। চিফ অপারেটিং অফিসার প্রবীন রাও জানিয়💟েছেন একথা। তিনি বলেন, ডিজিটাল ট্যালেন্টের চাহিদা ক্রমেই বাড়ছে। সেকারণেই FY 22 র দিকে খেয়াল রেখে গোটা বিশ্ব থেকে ৩৫ হাজার কলেজ পড়ুয়াকে হায়ার করা হবে। প্রবীন রাও জানিয়েছেন, ‘কেরিয়ারের সুযোগ, শিক্ষা ও উন্নয়নের সুযোগগুলোকে জারি করা থাকছে।’ বেঙ্গালুরুর ইনফোসিস সূত্রে খবর, তাদের ত্রৈমাসিক লাভ প্রায় ২২.৭ শতাংশ বেড়ে গিয়েছে। তিন মাসে মোট লাভের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ৫.১৯৫ কোটি টাকা। রেভিনিউও বেড়েছে গত কয়েক মাসে। সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সলিল পারেখ বলেন, ‘আমাদের কর্মীদের কাজের প্রতি বিশেষ একাগ্রতা ও আমাদের ক্লায়েন্টদের বিশ্বাসের জেরে আমরা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়েছি। আমাদের কর্মচারীদের নিয়ে আমরা গর্বিত। এটা আমাদের আত্মবিশ্বাস যোগায়।’
এদিকে ডিজিটাল তথা তথ্🌄য় প্রযুক্তির দুনিয়ায় ইনফোসিসের প্রতিযোগী হিসাবে পরিচিত TCS অবশ্য আগেই জানিয়েছিল তারা প্রায় ৪০ হাজার ফ্রেশার্সকে হায়ার করবে বিভিন্ন ক্যাম্পাস থেকে। বেসরকারি ক্ষেত্রে এই TCSকে সর্ব🧔বৃহৎ নিয়োগকারী হিসাবে গণ্য করা হয়। প্রায় ৫ লক্ষ মানুষ এই কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছরই প্রায় ৪০ হাজার গ্র্যাজুয়েটকে তারা কাজে নিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিকে টিসিএস জানিয়েছিল তিনমাসের লাভ তাদের ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।