ইউক্রেন রাশিয়া সংঘাতের মাঝে ফের একবার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ উঠে এল। আর এই প্রসঙ্গ ঘুরপাক খাচ্ছে এক সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োকে ঘিরে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাশিয়ার সেনা একটি ‘ইয়ার্স’কে ‘সাইলো লঞ্চার’ এর মধ্যে প্রবেশ করাচ্ছে। যা সাদামাটা ভাষায় বললে কার্যত পরমাণু অস্ত্র ক্ষেপণের হুঙ্কারই বলা যায়। উল্লেখ্য, এই ভিডিয়ো জানান দিচ্ꦬছে অন্ত❀ঃদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে পদক্ষেপে রয়েছে রাশিয়া।
প্রশ্ন উঠতে পারে, আচমকা এই অন্তঃদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে তৎপরতা কেন বাড়িয়ে দিল রাশিয়া? তাহলে জানিয়ে রাখা যাক, সদ্য ইউক্রেন-রাশিয়া সংঘাত ইস্যুতে আমেরিকার অবস্থান। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে অ্যাডভান্সড লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দেওয়া হবে ইউক্রেনের হাতে। মার্কিনি এই এয়ার ডিফেন্স সিস্টেম যে ইউক্রেন, রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার করতে চলেছে যুদ্ধে, তা নতুন করে🐎 বলার কিছু নেই। আর মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পরই অন্তঃদেশ🌱ীয় ক্ষেপণাস্ত্র নিয়ে তৎপরতা দেখা যায় রাশিয়ায়। রাশিয়ার ‘ডে অফ স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস’ এর ঠিক আগেই এই ভিডিয়ো উঠে এসেছে, যা নিয়ে রয়েছে তীব্র চাঞ্চল্য।
যে ভিডিয়োর ছবি প্রকাশ্যে এসেছে, তা রাশিয়ার কালুগার ছবি। কালুগা এলাকায় কোজেলস্কি মিসাইল ফরমেশন ক্ষেত্রে এই ছবি তুলে ধরা হয়েছে। ভিডিয়োয় রুশ সৈনিকের দাবি যুদ্ধের দায়িত্বে এই মিসাইল থাকবে। আর সেই পরিকল্পনাই আগে করা হয়েছি🍷ল। সেই পরিকল্পনা মতোই এগোনো হচ্ছে, বলে তিনি জাꦐনান। ওই সৈনিক বলছেন, ‘আমাদের মাতৃভূমি পেতে চলেছে এমন আরও একটি মিসাইলের নমুনা। যার দ্বারা যেকোনও টাস্ক যা স্ট্র্যাটেজিক পর্যায়ে থাকবে, তা সমাধান করতে সুবিধা হবে।’