ইরান থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল ইজরায়েলের উদ্দেশে। তবে সেই মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছিল। মিসাইলের ধ্বংসাবশেষটি খসে পড়ে। আর দুর্ভাগ্যবশত মিসাইলের শেলটি পড়ে একজনের ঘাড়ে। তৎক্ষণাত মৃত্যু হয় সেই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে জেরিকো শহরে। দাবি করা হয়েছে, মৃত ব্যক্তি একজন প্যালেস্তিনীয়। ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'মোসাদ কমিউনিটি' নামক এক্স হ্যান্ডেল। সেখানেই দাবি করা হয়, ইরানি ব্যালেস্টিক মিসাইলের ধ্বংসাবশেষে পিষে যায় এক প্যালেস্তিনীয়। ভিডিয়োতে দেখা যায়, সেই ব্যক্তি রাস্তার ধারে ফুটপাথে দাঁড়িয়ে। তারপর তিনি সেখান থেকে এক পা এগিয়ে রাস্তায় নামেন। আর সেই মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে টপকে পড়ে মিসাইলের শেল। আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি। (আরও পড়ুন: ♌ইরানি মিসাইল হামলায় উদ্বেগ, ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য বিজ্ঞপ্তি দূতাবাসের)
আরও পড়ুন: 🌺ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল NCP-র ভাড়া নেওয়া হেলিকপ্টার, মৃত একাধিক
আরও পড়ুন: 🌸‘এর ফল ভুগতে হবে’, ইরানের মিসাইল হামলার জবাবে হুমকি ইজরায়েলি প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, গতরাতে ইরান সরাসরি ইজরায়েলের ওপর মিসাইল হামলা চালায়। রিপোর্ট অনুযায়ী, প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইজরায়েলকে লক্ষ্য করে। আর এরপরই ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কার্যত পালটা আক্রমণের হুমকি দিয়ে তিনি বলেন, 'ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে।' এই হামলা প্রসঙ্গে ইজরায়েলের সেনা জানায়, মঙ্গলবার ইরান থেকে তাদের দেশে উড়ে আসে একাধিক ক্ষপণাস্ত্র। তবে এই রকেট হামলায় সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তফ থেকে। জানা গিয়েছে, ইরানের মিসাইল হামলাকে সফল ভাবে প্রতিহত করে ইজরায়েলি সেনা। এদিকে ইরান জানায়, তারা ২০০টি মিসাইল নিক্ষেপ করে ইজরায়েলের উদ্দেশে। (আরও পড়ুন: ꦿসিঙ্গুরে ফেরার কথা ভাবছে, তৈরি হতে পারে নতুন কারখানা: রিপোর্ট)
আরও পড়ুন: ꦛ৪৬ কিমি পথ কমবে, হাওড়া থেকে নয়া রুটে চালু হতে চলেছে ট্রেন, এল বড় আপডেট
🥂এদিকে নেতানিয়াহুর হুঁশিয়ারির পর বুধবার ইরানি সেনা জবাবে জানিয়েছে, ইজরায়েল যদি এই মিসাইল হামলার প্রতিশোধ নিতে পালটা হমলা চালায়, তবে তারা আবারও হামলা চালাবে ইজরায়েলে। উল্লেখ্য, সম্প্রতি লেবাননে ঢুকে 'গ্রাউন্ড অপারেশন' শুরু করেছইল ইজরায়েল। আর তারপরই ইরান এই হামলা চালায় ইজরায়েলে। প্রসঙ্গত, গতবছর ৭ অক্টোবর সকাল সকাল কয়েক হাজার রকেট গাজা ভূখণ্ড থেকে উড়ে এসেছিল দক্ষিণ ইজরায়েলে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইজরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। হামাস জঙ্গিরা সীমান্তের কাটাতার কেটে ইজরায়েলে ঢুকে পড়ে। অমানবিক তাণ্ডব চালায় তারা। সাধারণ মানুষকে বাড়িতে ঢুকে ঢুকে খুন করে হামাসের বন্দুকবাজরা। সঙ্গে অনেককেই অপহরণ করে তারা। এরপর ইজরায়েলও পালটা জবাবি হামলা চালায়। শুরু হয় যুদ্ধ। কয়েক হাজার প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে তাতে। এমনকী এই সংঘাতের আবহে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়র প্রাণও গিয়েছিল।