আবার দু’দিন জল বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভা এলাকায়। শীতের শুরুতেই জলে টান পড়ার ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছেন শিলিগুড়িবাসী। পরপর দু’দিন জল সরবরাহ বন্ধ থা🌜কবে বলে জানানো হয়েছে। তাই এখন থেকেই জল সংগ্রহ করে রাখতে শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দারা। শিলিগুড়ি পুরনিগম সূত্রে খবর, এখন দ্বিতীয় ইন্টেক ওয়েলের কাজ করা হবে। তাই দু’দিন সম্পূর্ণ জল পরিষেবা বন্ধ রাখতে হবে। আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করে তা বন্ধ হয়ে যাবে। তারপর ২২ এবং ২৩ তারিখ সারাদিন জল পরিষেবা বন্ধ থাকবে। তবে ২৪ তারিখ থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে।
এই কারণে জল নিয়ে সমস্যায় পড়তে পারেন শিলিগুড়ির বাসিন্দারা। এই জল দ🐼িয়েই সাংসারিক কাজ থেকে শুরু করে পান করার ক্ষেত্রেও ব্যবহার হয়। ২০২৪ সালের মে মাসে এই শি꧅লিগুড়িতেই জলসঙ্কট দেখা গিয়েছিল। গজলডোবায় তখন বাঁধ মেরামত করার কাজের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়া হয়। তার জেরে তিস্তা মহানন্দা সেচ খাল শুকিয়ে যায়। তখন তীব্র জলসঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্ক, জল পাউচ দেওয়া হয়েছিল। তখন প্রায় ২৫ দিন শিলিগুড়িবাসীকে জলযন্ত্রণা সহ্য করতে হয়। এবার কি জলের পাউচ, জলের ট্যাঙ্ক দেওয়া হবে? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: গুলশান কলোনির ইতিহাস কী? তদন্তে নেমেই কপালে ভাঁজ পড়েছে লালবাজারের কর্তাদের
শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, এবারও এই দু’দিন বিকল্প জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। যাতে বাসিন্দাদের এই দু’দিন জল নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হবে। এই সমস্যাটি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহ বিভাগ বৈঠক করেছে। সেখা🦩নেই ঠিক হয়, শিলিগুড়ি শহরে জল সরবরাহ দু’দিন বন্ধ থাকলেও ট্যাঙ্ক এবং পাউচের ব্যবস্থা করা হবে পুরনিগমের পক্ষ থেকে। প্রত্যেকদিন ১ লক্ষ জলের পাউচ বিলি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন গরমকাল নয় তাই অনেকটা বাঁচোয়া। তবু জল তো অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এখন শীতের বেশ ভালই আমেজ পড়ে গিয়েছে। তাই জলের চাহিদা তুলনামূলকভাবে কম হবে বলে মনে করছে শিলিগুড়ি পুরনিগম। তবে এই দু’দিন পুরনিগমের নিজস্ব ২৬টি এবং জনস্বাস্থ্য কারিগরির ৬টি ট্যাঙ্ক কাজে লাগানো হবে। প্রত্যেক ওয়ার্ডে জলের পাউচও বিলি করা হবে। এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘দ্বিতীয় ইনটেক ওয়েল এখ🏅ন চালু করার জন্য দু’দিন জল সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকল্প সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে। সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না।’ সদ্য দার্জিলিং সফরে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শিলিগুড়ি পুরনিগমের পানীไয় জল প্রকল্পের দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করেন। যা শহরে অবিরাম জল সরবরাহ করবে। খরচ হচ্ছে ৫১০ কোটি টাকা। আর ৬.৯ কোটি টাকা ব্যয়ে বিকল্প জলাধারও করা হচ্ছে।