বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা সচল রাখতে সাগর-মহাসাগরের গভীরে বিছিয়ে রাখা হয়েছে ডেটা কেবলের এক সুবিস্তৃত জাল! বাল্টি⛄ক সাগরও তার ব্যতিক্রম নয়।
অভিযোগ উঠেছে, কোনও এক জাহাজের ধাক্কায় নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ডেটা কেবল বা ইন্টার পরিষেবা সরবরাহকারী তার। আর তার জন্য চি🍷নের একটি জাহাজকে কাঠগড়ায় তোলা হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্🤪রকাশিত প্রতিবেদন অনুসারে, ডেনমার্কের সেনাবাহিনীর তরফ থেকে এই সংক্রান্ত একটি বার্তা🐼 দেওয়া হয়েছে।
তারা জানিয়েছে, এমনই একটি সন্দেহভাজন চিনা জাহাজের উপর নজর রাখছে তার꧑া। যে জাহাজটি বাল্টিক সাগরের গভীরে পাতা ডেটা কেবল ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী হতে পারে।
তথ্য বলছে, ফিনল্যান্ড ও জার্মানিকে সংযুক্তকারী একটি হাই-স্পিড ডেটা কেবল হঠাৎই কেটে যায়! ঘ⛦টনাটি ঘটে সোমবার সকালে (স্থানীয় সময় অনুসারে)।
তথ্যাভিজ্ঞ মহলের অনুমান, বাহ্যিক কোনও আঘাতের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে, রবিবার লিথুয়ানিয়া এবং সুইডেনের মধ্যেও একটি লিঙ্ক নষ্ট হয়ে যায়। দু'টি ঘট𓆉না কাছাকাছি এলাকার মধ্যেই ঘটে।
সবথেকে লক্ষ্যণীয় বিষয় হল, এম✤ন ঘটনা যে এই প্রথম ঘটল, তা নয়। বস্তুত, গত এক বছরের মধ্যেই দু'বার বাল্টিক সাগরে এমন ঘটনা ঘটল!
ব্লুমবার্গের তরফে এই ঘটনা সম্পর্কে যে তথ্য সামনে আনা হয়েছে, তা যথেষ্ট চাঞ্চল্যকর বলে মনে করা হ🌼চ্ছে। তাদের দাবি, যখন এই ঘটনা ঘটে, ঠিক সেই সময় ওই এলাকায় একটি চিনা পণ্যবাহী জাহাজকে ভাসতেꦿ দেখা গিয়েছিল। জাহাজটির নাম - ইয়ি পেং ৩।
মঙ্গলবার থেকে সেই জাহাজটিই ঠায় ডেনমার্কের জলসীমার উত্তরাংশে নোংর ফেলে রয়েছে বল🃏ে দাবি করা হচ্ছে। তার খুব কাছেই রয়েছে ড্যানিশ নৌবাহিনীর ডাইভিং শিপ - সলোভেন।
এ 💜নিয়ে ড্যানিশ প্রতিরক্ষা বিভাগের তরফে সোশাল মিডিয়ায় পোস্টও করা হয়। তারা যে ডেটা কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ওই চিনা জাহাজটিকে সন্দেহ করা হচ্ছে, সেকথাও বলা হয়েছে।
সূত্রের দাবি, গত শুক্রবার রুশ বন্দর উস্ত-লুগা থেকে যাত্রা শুরু করেছিল চিনা পণ্যবাহী জাহাজ ইয়ি পেং ৩। একথা ঠিক যে অনেক সময়েই যাত্রাপথে কিছুক্ষণ দাঁড়িয়ে এই ধরনের জাহাজগুলি জ্বালানি ভরার কাজ করে। কিন্তু, সেই কাজের জন্য এই চিনাꩲ জাহাজটি ডেনমার্কের জলসীমায় দাঁড়িয়ে রয়েছে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। কারণ, সমুদ🦂্রের ওই অংশ এই কাজের জন্য সঠিক নয় বলেই দাবি করা হচ্ছে।
অন্যদিকে, সুইডেনের পুলিশ প্রশাসন মনে করছে, দুর্ঘটনার ফলে বাল্টিক সাগর গভীরে ডেট﷽া কেবল নষ্ট হয়নি। বরং, এই কাজ কোনও অন্তর্ঘাতের ফল বলেই অনুমান করছে তারা। সেই মতো তদন্তের কাজও শুরু করা হয়েছে।
মঙ্গꦜলবার এই বিষয়ে সুইডিশ পুলিশের সঙ্গে সহমত পোষণ করেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্তোরিয়াস। তাঁর বক্তব্য, এই বিষয়ে যথাযথ তদন্ত হওয়া দরকার।
যদ🅺💧িও চিনের তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এবং সন্দেহ উড়িয়ে দেওয়া হয়েছে।