বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। এটি অধিনায়ক হিসেবে তাঁর দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে ২০২২ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অধিনায়ক ছিলেন বুমরাহ। প্রথম টেস্টের আগে এদিন সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই একজন তাঁকে ‘মিডিয়াম পেসার’ বলায় সোজা জবাব দিয়ে দেন বুমরাহ। তিনি মনে🉐 করিয়ে দেন ১৫০ কিমি গতিবেগে বল করার রেকর্ড রয়েছে তাঁর। বিষয়টি নজর কাড়ে সকলের।
যখন প্রেস রুমে সকলে বুমারহকে প্রশ্ন করছিলেন তখনই তাঁকে এক সাংবাদিক 'মিডিয়াম পেসার' হিসেবে উল্লেখ করেন। তখনই হাসি মুখে বুমরাহ বলেন, ‘আরে ভাই মিডিয়াম পেস! আমি ১৫০ কিমি বেগে বল করেছি, ফাস্ট বোলার বলতে পারো।’ উল্লেখ্য, প্রথম টেস্টে ভারত এবং অস্ট্রেলিয়া দু’দলের অধিনায়কই পেসার। অজিদের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স, অপরদিকে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এই প্রসঙ্গে ক♈ামিন্সও আনন্দ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যখন পেসার কোনও দলের অধিনায়ক হয় তখন এটা সবসময়ই স্পেশাল, এইরকম আরও বেশি হওয়া উচিত। আগেরবার নিউজিল্যান্ডে🅘র বিরুদ্ধে সিরিজেও এটা হয়েছিল, যখন টিম সাউদি অধিনায়ক ছিল।’
কিছুটা একই সুর শোনা যায় জসপ্রীত বুমরাহের গলায়। তিনি বলেন, ‘আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে। আমার মনে হয় ট্যাকটিকালি তারা ভালো। প্যাট খুবই ভালো অধিনায়ক। এর আগেও এরকম অনেক নিদর্শন রয়েছে। অতীতে কপিল দেব সহ অনেক পেসার অধিনায়ক ছিলেন। আশা করব এটা একটা নতুন ঐতিহ্য হিসেবে উঠে আসবে।’ ভারতীয় দল ১০ দিন আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছিল। তাই জন্য প্রস্তুতি সঠিকভাবে নেওয়া সম্ভব হয়েছে বলে জানান ဣবুমরাহ। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আমরা অনেকটা সময় আগেই এখানে চলে এসেছিলাম। আমরা ওয়াকায় ভালো সময় কাটিয়েছি।’
প্রসঙ্গত, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যা😼চ খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে পার্থে। এরপর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে (৬ ডিসেম্বর), তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনে (১৪ ডিসেম্বর), চতুর্থ টেস্টটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে (২৬ ♒ডিসেম্বর) এবং পঞ্চম তথা শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে সিডনিতে (৩ জানুয়ারি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে গুরুত্বপূর্ণ এই সিরিজ। বর্তমানে WTC-এর পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে রয়েছে ভারত।