বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে হাতে আর কয়েক ঘণ্টা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শেষ দু’বারই এই সিরিজে জয় লাভ করেছিল ভারত। তবে এবার ঘরের মাঠে সব সমীকরণ পাল্টাতে মরিয়া অস্ট্রেলিয়া। কামিন্স জানিয়ে দেন এই সিরিজকে ঘিরে কোনও বাড়তি চাপ নেই তাদের ক্রিক𝄹েটারদের উপর, তবে ঘরের মাঠে খেলাটা সবসময় খুব চাপের। তিনি বলেন, ‘কোনও বাড়তি চাপ নেই। তবে ঘরের মাঠে খেলাটা সবসময়ই চাপের। ভারতের অনেক প্রতিভা রয়েছে, এটা একটা ভালো চ্যালেঞ্জ হতে চলেছে।’ ভারতকে সমীহ করলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক এবার সিরিজ জেতার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। তিনি বলেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারাটা খুবই ভালো বিষয় হবে। ভারত ভালো দল, তবে আমরাও প্রস্তুত।’
প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে না রোহিত শর্মাকে। সদ্য পুত্র সন্তানের পিত হওয়ায় তিনি এখনও দেশে রয়েছেন। ফলে, পার্থে ভারতীয় শিবিরকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দু’দলের অধিনায়কই পেসার। এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘যখন পেসার কোনও দলের অধিনায়ক হয় তখন এটা সবসময়ই স্পেশাল, এইরকম আরও বেশি হওয়া উচিত। আগেরবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও এটা হয়েছিল, যখন টিম সাউদি অধিনায়ক ছিল।’ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে কী মিচেল মার্শকে বল করতে দেখা যাবে -এই বিষয়ে বলতে গিয়ে কামি🌟ন্স জানান, নেটে তিনি খুবই ভালো বল করছেন। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট চলাকালীন IPL ২০২৫-এর অকশন আয়োজিত হবে। সেই বিষয়ে বলতে গিয়ে অজি অধিনায়ক জানান, এই মুহূর্তে তারা শুধু এই সিরিজ নিয়ে ভাবতে চান।
দু’দলের তরফেই নতুন দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে পারে নাথান ম্যাকসুইনির এবং ভারতের হয়ে নীতীশ কুমার রেড্ডির। নীতীশ এবং প্যাট দু’জনেই IPL-এ সানরাইজার্স হাদরাবাদের হয়ে খেলতেন। প্যাট ম্যাকসুইনি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘আমি চাইব ও নিজের সাধারণ খেলা খেলুক, ডেভিড ওয়ার্নার কেমন খেলত সেটা নিয়ে ভাবা উচিত নয়। সেটা তার খেলা নয়। যতক্ষণ তিনি বোলারদের দিয়ে বল করিয়ে যেতে পারবে সেটাই তার আসল খেলা হবে।’ অন্যদিকে নীতীশ সম্পর্কে বলতে গিয়ে কামিন্স 🙈বলেন, ‘ও একজন খুবই ভালো তরুণ ক্রিকেটার। SRH-এর হয়ে খুব বেশি বল করার সুযোগ পায়নি। সে বল সুইং করতে সক্ষম এবং একজন প্রতিভাবান ক্রিকেটার।’