ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাহ, এবারে টিম ইন্ডিয়ার অধিনয়কত্ব করবেন অস্ট🔜্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে। রোহিত শর্মার স্ত্রী রিতিকা সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। সেই কারণেই দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান। সেই সুযোগেই অধিনায়ক হিসেবে নিজের স্কিল দেখানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় দলের এই স্পিডস্টার।
আরও পড়ুন-ভারত মন🍌ে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
টেস্ট ক্রিকেটে পার্থে নতুন দায়িত্ব এসে বর্তেছে জসপ্রীত বুমরাহর ওপর। তবে অধিনায়কত্বের চাপ আরও আগেই নিয়েছিলেন বুমরাহ। ২০২১ সালে ই♎ংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে পিছিয়ে যাওয়া সিরিজের পঞ্চম টেস্টে তিনি অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু সেই টেস্টেই ভারত হেরে যায় এবং ইংল্যান্ড সিরিজ ২-২ ফলে ড্র করে নেয়। একঝলকে ভারতের বোলার অধিনায়করা-
আরও পড়🦹ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স!ꩵ নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে খুব কম বোলারই আছে যারা অধিনায়কত্ব করেছেন। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বোলার হিসেবে অধিনায়কত্ব পান গুলাম আহﷺমেদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেই ম্যাচ ড্র হয়, এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্ব করলেও ভারত হেরে যায়।
ভারতীয় ক্রিকেটার শ্রীনিবাস বেঙ্কটরাঘবন ১৯৭৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের অধিনায়কত্বের সুযোগ পান। এই অফস্পিনার তবে ভারতকে▨ ভালো পারফরমেন্স করাতে পারেননি, দুটি ম্যাচে হার এবং তিনটি ম্য꧂াচ ড্র হয়।
আরও পড়⛎ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বা꧅ংলার আর কারা দামি?
ভারতের স্পিনার বিষেন সিং বেদিও দেশের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন। 🐽২২ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জেতে ভারত, তবে ১১টি ম্যাচে হেরে যায় টিম ইন্ডিয়া। ৫টি ম্যাচ ড্র হয়েছিল তাঁর অধিনায়কত্বে।
অনীল কুম্বলকে কেরিয়ারের শেষদিকে বিসিসিআই তাঁর ওপর ভরসা রাখে অধিনায়ক হিসেবে। কম দিনꦿ থাকলেও তার অধিনায়কত্ব নিয়ে এখনও অনেক ক্রিকেটারই প্রশংসা করেন। যদিও তিনি ১৪টি টেস্টে মাত্র ৩টি ম্যাচে জিতেছিলেন, হেরেছিলেন পাঁচ ম্যাচে, ড্র হয় ছয় ম্যাচ।&nb⛦sp;
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজ𒈔ে হার𝔍! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
জসপ্রীত বুমরাহই ভারতীয় দলের একমাত্র স্পেশালিস্ট পেসার যিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে চলেছেন। রোহিতের চোটের সময় এজবাস্টন টেস্টে বুমরাহ অধিনায়কত্ব করতেই মনে করা হয়েছিল, 𓄧হয়ত ২০২১ সালেই বুমরাহ অধিনায়ক হবেন। কিন্তু এবারে সুযোগ থাকছে পার্থে বুমরাহর প্রমাণ করে দেওয়া, অজি সিরিজের পর তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার যোগ্য।