আবারও রেল পথে ঘটল অঘটন। তবে, তাতে কেউ হতা🔯হত হননি। সমস্তিপুর ডিভিশনের হরিনগর স্টেশনে বেলাইন হয়ে যায় দিল্লি-দ্বারভাঙা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটে বুধ ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে। যার জেরে পানিওয়া-নারকাটিয়াগঞ্জ সেকশনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে রাত ১২টা ৪ মিনিটে। সেই সময় ওই ট্রেনের চারটি চাকা বেলাইন 𓆉হয়ে যায়। দুর্ঘটনার মু✨হূর্তে ট্রেনটি হরিনগর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল।
রেলের দাবি, দুর্ঘটনার খবর পাওয়ামাত্র তাদের তরফে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়। ঘটনাস্থলে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানো হয়। নারকাটিয়াগঞ্জ থেকে দ্রুততার সঙ্গে🎶 একটি অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ভ্যান (এআরএমভি) ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে, স্বস্তির বিষয় হল, এই দুর্ঘটনায় রেলের কোনও যাত্রী বা কর্মী হতাহত হননি। রেলের মুখপাত্𓄧র জানিয়েছেন, সেই সময় যাঁরা ওই ট্রেনে সওয়ার ছিলেন, তাঁরা সকলেই ভালো এবং সুস্থ আছেন।
এই ঘটনার পর ভ্যায়রোগঞ্জ🌊 ও হরিনগরের মধ্যে ডাউন লাইনে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। তবে, আপ লাইনে পরিষেবা চালু ছিল। সেই লাইন ধরেই নিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। রেলের সমস্তিপুর ডিভ🐽িশনের মুখপাত্র সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
এদিকে, এই দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি হরিনগর স্টেশনে প্রায় চার ঘণ্টা আটকে থাকে। অভিযোগ, এই সময়ের মধ্যে যাত্রীদের নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। ☂রেলের এআরটি টিম প্রথমে বেলাইন হয়ে যাওয়া কামরাটি বাকি ট্রেনের থেকে আলাদা করে। সেই কাজ সারতেই ভোর প্রায় ৪টে👍 বেজে যায়। তারপরই ট্রেনটি ফের তার গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে সওয়ার এক যাত্রী। অবিনাশ ঝাಌ নামে ওই ব্যক্তি লেখেন, ‘পুরোনো দিল্লি থেকে দ্বারভাঙাগামী স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি (০৪০৬৮) এমনিতেই ১২ ঘণ্টা দেরিতে চলছিল। তার উপর ট্রেনের একটি কামরা, গভীর রাতে হরিনগর নামে বিহারের একটি প্রত্যন্ত এলাকায় বেলাইন হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র? রেল ট্র্যাকে লোহার বার, কংক্রিটের টুকরো! উত্তর প💛্রদেশে ফের চাঞ্চল্য
আরও পড়ুন: রেললাইনের ক্ষতি করছে কারা? 🌠দুর্বৃত্তদের ধরতে আসরে এনআইএ, জানালেওন মন্ত্রী
আরও পড়ুন: ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক ꦓকরুন সব ঠিকঠাক🃏 আছে কিনা, দুর্ঘটনা এড়াতে সব জোনকে চিঠি রেল বোর্ডের