একের পর এক অভিযোগ উঠছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। তাঁরা নাকি বাজার থেকে লাখ লাখ টাকা তুলছেন। এবার নয়া অভিযোগ রিসর্টে গিয়ে ফূর্তিও করছেন তারা। তবে এবার তা নিয়ে মুখ খুললেন আন্দোলনকারীদের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া। কারণ তাঁর নামও উ❀ল্লেখ করেছিল জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন।
এবার সমাজমাধ্যমে মুখ খুলেছেন তিনি।
তবে অনেকেরই প্রশ্ন আন্দোলনে নামলে কেউ কোনওদিন আর ব্যক্তিগত জীবনে ফূর্তি করতে পারবে না এটা কি আদৌ সম্ভব? তবে ইতিম✤ধ্যেই সেই ফূর্তি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে।
তিনি ফেসবুকে লিখেছেন,
'এখন,যেখানে,যে জুনিয়র ডাক্তার যা ভুল করছে
কিছু ব্যক্তি ইউটিউবে অথবা লেখালেখি করে তাদেরকে আন্দোলন এর মুখ বা🌟নাচ্ছেন আর
আমাদের কয়েকজন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন
এখন কেন ডাক্তার নাইয়া রা চুপ ? কী মুশকিল রে বাবা চুপ൩ নয় পড়শুনা করছি ไএক্সামের এর জন্য ।
আন্দোলন করতে গিয়ে নিজেরই কলেজ এর পিজিটি,জুনিয়র দের একে 🦩একে চি♎নছি।
অন্য কলেজ এর ডাক্তার দের আগে থেকে চেনা সম্ভব নয় ।পুরো আন্দোলনে দুই মাস রাস্তায় থাকার সময় অনেক অজানা ব্যক্তির সাথে ছবি থাকত🃏ে পারে এটা আটকানো সম্ভব ও নয়
ব্যক্তিগত ♏ভাবে আমাকে কোনও অসামাজিক কাজকর্ম করতে দেখলে আপনারা আসুন , কান মলে দিয়ে যান আপত্তি থাকবেনা।
কিন্তু যেটা আমাকে কষ্ট দিচ্ছে সেটা বল🌜ি ।ডাক্তার ༒হিসাবে MBBS পাশ করার পর থেকে লাস্ট ৬ বছর ফোন সারারাত খুলে রাখি এই জন্য যে কেউ কোনো বিপদে পড়তে পারে ।
সারারাত আননোন নাম্বার অ্যাটেন্ড করি সেখানে যদি কিছু লোক এই সুযোগ নিয়ে আমাকে ডিসটার্ব করে মুꩲশকিল ।তাও ফোন খোলাই রাখব ।কার কখ🐟ন বিপদ হবে কে জানে ।সাধারণত অন্যায় করিনা । আশাকরি করবনা ।
অন্যায়কারী দেরও সমর্থন করিনা । করব ও না ।আমার কাছে আন্দোলনকারী কোনও ডাক্তার ও যদি অন্যা🅘য় করে আগে সে অꦆন্যায়কারী,
পরে ডাক্তার ।
সঙ্গে থাকুন সব অন্যায় এর বিরুদ্ধে যুদ্ধ চলবে
ভিতরে হোক বা বাইরে । ডাক্তার হোক বা মন্ত্রী'
একেবারে খোলাখুলি নিজের মনের ক👍থা লিখেছেন তিনি। ত💞বে এবার সেই জবাবের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের সি টিম কী জবাব দেয় সেটাই এখন দেখার।