অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামিকে দেখা যাবে কিনা এনিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। একাধিক রিপোর্টে একাধিক কথা বলা হচ্ছে। তবে এই বিষয়ে পার্থ টেস্টের আগে মুখ খুললেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন না রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টের আগে যোগ দেবেন দলের সঙ্গে। সেই কারণে অধিনায়ক হয়েছেন বুমরাহ। এদিন বুমরাহ জানান, শামির উপর নজর রাখছে ম্যানেজমেন্ট। স𒁃বকিছু ঠিক থাকলে তাঁকে অস্ট্রেলিয়া সফরে দেখা যেতেই পারে। ইতিমধ্যেই চোট সারিয়ে ক্রিকেট মাঠে কামব্যাক করেছেন মহম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে দুরন্ত পারফরম্যান্সও করেছেন।
শুক্রবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। তার আগে প্রথা মেনে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দু’দলের অধিনায়ক। সেখানেই নানা বিষয় নিয়ে কথা বলার সময় মহম্মদ শামির বিষয়টি নিয়ে মুখ খোলেন অধিনায়ক বুমরাহ। তিনি বলেন, ‘শামি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ম্যানেজমেন্ট তাঁর উপর নজর রেখেছে। যদি সব কিছু ঠিক থাকে তবে আপনি তাঁকে এখানꦰে দেখতেই পারেন।’ আগে থেকেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছিল অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন 🐓শামি। এবার সেই সম্ভাবনা আরও জোরাল হল বুমরাহের কথায়।
উল্লেখ্য, গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। এরপর থেকে ৩৬০ দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। বিদেশে গিয়ে গোড়ালিতে অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। এরপর মাঠে ফেরার যখন সম্ভাবনা তৈরি হচ্ছিল তখন অস্ত্রোপচারের ফলে ফের একবার হাঁটু ফুলে ওঠে তাঁর। এরপর থেকে NCA-তে রিহ্যাব চলছিল শামির। অবশেষে এই মাসে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কামব্যাক হয় তাঁর। ⛎মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন। দুই ইনিংস মিলিয়ে ৪৩ ওভার বল করে নিজের ফিটনেসের পরিচয় দেন 𝔍শামি।
ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পেসার। ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পরিসংখ্যানও যথেষ্ট উজ্জ্বল। অজিদের বিরুদ্ধে ১২টি টেস্টে ৪৪ উইকেট নিয়েছেন তিনি। এখনও🥂 পর্যন্ত ভারতের হয়ে ৬৪টি টেস্ট♋ে ২২৯টি উইকেট নিয়েছেন শামি। এরকম একজন পেসারকে যে বর্ডার-গাভাসকর ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে ভারত দলে পেতে চাইবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।