বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বিধানসভা নির্বাচন চলাকালীন মর্মান্তিক ঘটনা ঘটে গেল একটি বুথে। ভোট চলাকালীন বুথের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক নির্দল প্রার্থী। ঘটনাট𒁏ি ঘটেছে মহারাষ্ট্রের বিড বিধানসভা কেন্দ্রের ছত্রপতি শাহু বিদ্যালয়ে🐠র বুথে। ওই প্রার্থীর নাম বালাসাহেব শিন্ডে (৪৩)। এদিন দুপুর ২ টো নাগাদ তিনি বুথের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
আরও পড়ুন: ৬২ আর ৪৬- ২৮🅷৮ আসনের মহারাষ্ট্রের ‘গেমচেঞ্জার’ হবে ২ 🐭‘চোখ’? ভোটের সব তথ্য জানুন
জানা গিয়েছে, ঘটনার পরেই প্রার্থীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ পরিদর্শন করে বেড়াচ্ছিলেন বালাসাহেব শিন্ডে। সেরকমই ছত্রপতি শাহু বিদ্যালয়ের বুথ পরিদর্শনে আসেন তিনি। ঠিকমতো ভোট হচ্ছে কিনা তা দেখার জন্য তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা বালাসাহেব অস্বস্তি বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গেসঙ্⭕গে তিন জ্ঞান হারান।
তাঁ🍷কে পড়ে যেতে দেখে ভোটাররা তাঁকে দ্রুত উদ্ধার করে কাকু নানা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে পরে ছত্রপতি শম্ভাজিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্র বিকল হওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৫২ ধারা অনুযায়ী নির্বাচনের সময় কোনও প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ স্থগিত করা যেতে পারে। বিড বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বালাসাহেব। এই কেন্দ্রটি একসময় শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শক্ত ঘাঁটি ছিল। এখন এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এনসিপির (শরদ চন্দ্র পাওয়ার) সন্দীপ ক্ষীরসাগর এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি থেকে লড়ছেন যোগেশ ক্ষীরসাগর। প্রসঙ্গত, ২৮৮ টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার ভোট কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বুধবার। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় হিংসার ঘটনা ꦺঘটেছে। পার্লি বিধানসভা কেন্দ্রে একটি বুথে ভাঙচুর করা হয়। এছাড়া শরদ পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির🔯 (এনসিপি) স্থানীয় নেতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আগামী ২৩ নভেম্বর ভোট গণনা হবে।