ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। শুক্রবারের ছবি। তাঁর হাতে দুটি ছবি। আসলে দুটোই ম্যাপের ছবি। একটা ছবি যেটা ডান হাতে সে♎খানে মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন। সেগুলি সব কালো দিয়ে আঁকা। এই ছবিটাকে তিনি বলেন অভিশাপ। আর অপর একটি ছবি যেটা তাঁর বাঁ হাতে ছিল সেখানে দেশগুলিকে সবুজ দিয়ে আঁকা রয়েছে। সেই সবুজ দিয়ে আঁকা ছবিতে দেখা যাচ্ছে ইজিপ্ট💫, সুদান, সৌদি আরব, এমনকী তাতে ভারতের ম্যাপও রয়েছে। এই ছবিকে তিনি বলেন আশীর্বাদ।
তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল দুটি ম্যাপের মধ্যে কোথাও প্যালেস্টাইনের কোনও জায়গা🍨ই নেই। সবুজ ম্যাপ কিংবা কালো ম্🎀যাপ কোথাও প্যালেস্টাইনের চিহ্নমাত্র নেই।
ইজরায়েলের প্রধানমন্ত্রী এই অভিশাপ ও ইরানের প্রভাবের মধ্যে একটা যোগসূত্র টানার 🤪চেষ্টা করেছেন। তিনি বেশ জোরের সঙ্গে দাবি করেন এই যে এত দ্বন্দ্ব তার পেছনে ইরান ও তার সহযোগী শক্তিগুলি রয়েছে।
⛎অপরদিকে যে দেশগুলি সবুজ দিয়ে আঁকা রয়েছে সেখানে ইজিপ্ট, সুদান সৌদি আরব রয়েছে। তাদের সঙ্গে 🦋ইজরায়েলের সম্পর্ক হয় ভালো নয়তো তারা তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।
এদিকে রাষ্ট্রসং𒀰ঘের ওই অনুষ্ঠানে তিনি যাবতীয় সমস্যার জন্য় ইরানকে দায়ী করেন। সেই সঙ্গেই তিনি ইরানকে স্পষ্টতই জানিয়ে দেন, তোমরা যদি আমাদের উপর আঘাত করো আমরা তবে তোমাদের উপরেও আঘাত করব। তিনি ইরানকে সতর্ক করে জানিয়ে দেন। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহ যুদ্ধের পথে ধরেছে। সেক্ষেত্রে আমাদের আর কোনও পথ ছিল না।&nbs𓆉p;
এদিকে এই ম্যাপের একটা উল্লেখযোগ্য দিক রয়েছে। সেটা হল ইজরায়েলের সবুজ অভিশাপের ম্যাপে রয়েছে সৌদি আরব। ইজরায়েল ও হামাসের মধ্য়ে সমস্যা তৈরির আগে বাইডেন প্রশাসন ইজরা🐓য়েল ও সৌদি আরবের 🌠মধ্য়ে সম্পর্ক ঠিকঠাক করার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।