কোভিডের নতুন প্রজাতির ভাইরাসকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। কতটা দ্রুত এই ভাইরাস ছড়ায়, কতটা মারণ ক্ষমতা সম্পন্ন এই নয়া ভাইরাস, কীভাবে রোখা যাবে এই ভাইরাসের সংক্রমণ এনিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে বিভিন্ন দেশে। এদিকে এই ভাইরাসের একটি গ্রꦇিক কোড নাম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন আলফা বা ডেল্টা ভ্যারিয়্যান্টের কথা বলা হচ্ছিল। এদিকে সাউথ আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপের কথা শোনা যাচ্ছে।
বিজ্ঞানীরাও বলছেন, কোভিড ভাইরাসের যে ভয়াবহ রূপ এতদিন দেখা গিয়েছে তার তুলনাতেও এটি ভয়ঙ্কর হতে পারে। এরকমই নানা দোলাচলে ভুগছে গোটা দুনিয়া। আবার কী তবে গোটা🦩 বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে? তার মধ্যেই এবার নতুন কথা জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। হুয়ের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি সম্পর্কে বুঝতে আরও কয়েক সপ্ꦺতাহ সময় লাগবে। এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে।
কোভিডের নতুন প্রজাতির ভাইরাসকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। কতটা দ্রুত এই ভাইরাস ছড়ায়, কতটা মারণ ক্ষমতা সম্পন্ন এই নয়া ভাইরাস, কীভাবে রোখা যাবে এই ভাইরাসের সংক্রমণ এনিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে বিভিন্ন দেশে। এদ𓆏িকে এই ভাইরাসের একটি গ্রিক কোড নাম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন আলফা বা ডেল্টা ভ্যারিয়্যান্টের কথা ব𝐆লা হচ্ছিল। এদিকে সাউথ আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপের কথা শোনা যাচ্ছে।
বিজ্ঞানীরাও বলছেন, কোভিড ভাইরাসের যে ভয়াবহ রূপ এতদিন দেখা গিয়েছে তার তুলনাতেও এটি ভয়ঙ্কর হতে পারে। এরকমই নানা দোলাচলে ভুগছে গোটা দুনিয়া। আবার কী তবে গোটা বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে? তার মধ্যেই এবার নতুন কথা জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। হুয়ের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি ꦅসম্পর্কে বুঝতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে।
|#+|
অন্যদিকে ইজরায়েল অবশ্য ভয়াবহ দিন আসন্ন বলে কার্যত আশঙ্কা প্রক💃াশ করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা রাষ্ট্রীয়স্তরে একেবারে জরুরী অবস্থার মুখে দাঁড়িয়ে রয়েছি। করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে সতর্কবার্তা ইজারায়েলের। এদিক এসবের মধ্যেই গত কয়েকদিন ধরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইজরায়েলে। যেখানে দেখা যাচ্ছে সেখানকার নাগরিকরা মাস্ক খুলে জানাচ্ছেন, আর বাইরে বেরোতে গেলে আমাদের মাস্কের দরকার নেই। একদিকে মাস্কব💮িহীনভাবে ঘোরার জন্য বাসিন্দাদের এই উৎসাহ অন্যদিকে সরকারের সতর্কবার্তা, কোভিডের নতুন প্রজাতিকে নিয়ে ধোঁয়াশা স্বাভাবিকভাবেই গোটা বিশ্বে এক অদ্ভূত দোলাচল তৈরি করছে।