ভোররাতে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের রাজধানী জয়পুর। ভোর ৪টে ২৫ মিনিটে 🧸সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হয়েছে, শেষ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। এর আগে ভোর ৪টে ২২ মিনিট ন⛎াগাদ ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে আরও একটি মৃদু ভূমিকম্প উৎপন্ন হয়েছিল। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৩.১। এদিকে ন্যাশনাল সেসিমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, সর্বপ্রথম ভূমিকম্পটি অনুভূত হয়েছিল ভোর ৪টে ৯ মিনিটে। সেটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এই তিনটির মধ্যে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪।
তবে আপাতত জানা গিয়েছে, তিনটি ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেও হতাহতের কোনও খবর নেই। প্রথম ভূমিকম্পটির পরই শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকা💞র পর আস্তে আস্তে সবাই নিজ নিজ বাড়িতে ফিরতেও শুরু করেন। এরই মধ্যে ৪টে ২২ মিনিট নাগাদ হয় দ্বিতীয় ভূমিকম্পটি। যারা ততক্ষণে বাড়ির ভিতরে গিয়েছিলেন, আতঙ্কে তারা আবার বাইরে চলে আসেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ২-৩ মিনিট🙈ের মধ্যে ফের একবার কেঁপে ওঠে গোটা শহর। এরপর ভয়ে দীর্ঘক্ষণ রাস্তাতেই সময় কাটান বহু মানুষ। বাড়িতে ফেরার সাহস হয়নি কারও। যদিও ভূমিকম্পের জেরে কোনও বাড়ি ভেঙে পড়ার খবর এখনও মেলেনি।
এদিকে ভূমিকম্পের পর রাজস্থানের প্রাক্তন ꧟মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করেন। তিনি টুইট বার্তায় লেখেন, 'জয়পুর সহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন!' সংবাদ সংস্থা এএনআই-কে বিকাশ নামের এক স্থানীয়𒐪 বাসিন্দা বলেন, 'কম্পন বেশ শক্তিশালী ছিল। এবং আমার পুরো পরিবার জেগে উঠেছিলাম। তবে কেউ কোনও আঘাত পায়নি এই ভূমিকম্পে।' এদিকে ভূমিকম্পের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ সেটি। তাতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের জেরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটি ভয়ানক ভাবে নড়ে উঠছে। তা থেকেই ভূমিকম্পের তীব্রতা আন্দাজ করা যায়।