রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানকে লাদেন নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রসংঘের বৈঠকে কোনও সূত্র ছাড়াই কাশ্মীর ইস্যু নিয়ে বলতে শুরু করেছিলেন পাকিস্তানি বিদ♐েশমন্ত্রী বিলাওয়াল জারদারি ভু্ট্টো। এর জবাবে বিলাওয়লকে কড়া ভাষায় আক্রমণ শানান জয়শংকর। প্রসঙ্গত, এদিন নিজের বক্তব্যের সময় বহুপাক্ষিক সংগঠনের সংস্কার নিয়ে বলছিলেন জয়শংকর। এরপর বিলাওয়াল বলেন, ‘বহুপাক্ষিকতার সাফল্য দেখলে হলে কাশ্মীর ন💫িয়ে রাষ্ট্রসংঘের রেজোলিউশন বাস্তবায়ন করুন। আপনার (ভারত) সভাপতিত্বে এই অঞ্চলে শান্তি স্থাপন করুন।’ বিলাওয়ালের এই মন্তব্যের পরই লাদেন ইস্যু তোলেন জয়শংকর।
ভারতের বিদেশমন্ত্রী মনে করিয়ে দেন যে কোন দেশ লাদেনকে আশ্রয় দিয়েছিল। পাশাপাশি ২০০১ সালের সংসদ হামলার ঘটনা মনে করিয়ে দিয়ে অভিযোগ করেন, পাকিস্তানে লস্কর এবং জইশ জঙ্গ🤪িরা থাকে। জয়শংকর বুধবার বলেন, ‘সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় গোটা বিশ্ব যখন আরও ღসম্মিলিত ভাবে কাজ করছে এবং একত্রিত হচ্ছে, তখন অপরাধীদের সুরক্ষা দিতে এবং তাদের ন্যায্য প্রমাণ করতে বহুপাক্ষিক প্ল্যাটফর্মের অপব্যবহার করা হচ্ছে।’
জয়শংকরের কথায়, ‘উপযুক্ত ফোরামে প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে আমাদের বিভ্রান্ত এবং বিমুখ করার প্রচেষ্টা চলছে। বহুপাক্💎ষিক প্রতিষ্ঠানের কার্যকারিতা সম্পর্কে সৎ আলোচনার জন্য আজ আমরা এখানে বৈঠকের আহ্বান করেছি। রাষ্ট্রসংঘ তৈরি হওয়ার ৭৫ বছরেরও বেশি সময় পরে আজ এই আলোচনা হচ্ছে। আমাদের সামনে প্রশ্ন হল, কীভাবে সর্বোত্তমভাবে এই সংগঠনের সংস্কার করা যেতে পারে। যত সময় যাচ্ছে, ততই এই সংস্কারের প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করা যাচ্ছে। একদিকে, তারা (বহুপাক্ষিক সংগঠন) বৈষম্যকে তুলে এনেছে। অন্যদিকে, তারা এটাও তুলে ধরেছে যে সমাধান খুঁজে বের করার জন্য একটি বৃহত্তর এবং গভীর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। আরও বিস্তৃত বৈশ্বিক শাসনের প্রয়োজনীয়তার উপর জোর দিতে হবে আমাদের।’