ডোজপিছু টিকা দেওয়া হয়েছিল ৪০০ টাকা। কয়েকটি বেসরকারি হাসপাতালকে তা ১,০০০ টাকায় বিক্রি করছে পঞ্জাব সরকার। এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। একটি ভিডিয়োবার্তায় তিনি অভিযোগ করেন, টিকা থেকেও মুনাফা লুটছে পঞ্জাবের কংগ্রেস সরকার। কীভাবে সেই কাজ 'হচ্ছে', সেই ব্যাখ্যাও দেন। দাবি করেন, ৪০০ টাকা দরে ১.৪০ লাখ কোভ্যাক্সিনের ডোজ কিনেছিল ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকার। সেই টিকা আবার ২০ টির মতো বেসরকারি হাসপাতালকে ডোজপিছু ১,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। জাভড়েকর বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলি আবার সাধারণ মানুষকে ১,৫০০ টাকায় সেই ডোজ বিক্রি করছে।’বর্ষীয়ান বিজেপি নেতা দাবি করেন, পুরো রাজ্য করোনায় ধুঁকছে। কিন্তু অপরিকল্পিতভাবে টিকাকরণ হচ্ছে। নমুনা পরীক্ষার উপরও জোর দেয়নি রাজ্য সরকার। তার ফলে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কিন্তু তা নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। গত তিনদিন ধরে কংগ্রেসশাসিত রাজ্যের প্রথমসারির নেতারা দিল্লিতে পড়ে আছেন। তাহলে রাজ্যের দিকে কে নজর দেবেন? আগামী বছর পঞ্জাবে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব থামাতে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। সেই প্যানেলের সদস্যদের সঙ্গে দেখা করতে দিল্লিতে এসেছেন অমরিন্দর। সূত্রের খবর, কংগ্রেসের অন্দরেই একাংশের মনে অমরিন্দরের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। অমরিন্দরকে মুখ করে কয়েকজন বিধায়ক বিধানসভা ভোটে লড়তে রাজি নন। তা নিয়ে জাভড়েকর বলেন, ‘ওরা নিজেদের দলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য পঞ্জাবের মানুষকে অবহেলা করছে। কংগ্রেস মারাত্মক পাপ করছে। অন্যদের জ্ঞান দেওয়ার আগে নিজেদের শাসিত রাজ্যে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, সেদিকে দেখা উচিত রাহুল গান্ধীর।’