জনতা দল ইউনাইটেডের(জেডিইউ) কেন্দ্রীয় সরকারে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিলেন না খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে সংখ্যাতত্ত্ব নিয়ে তিনি মুখ খুলতে চাননি। নীতীশ কুমার বলেন, এব্যাপারে কোনও ফর্মুলা আমার জানা নেই। কিন্তু আমাদের দলের কেন্দ্রীয় সভাপতি এব্যাপারে বলতে পারবেন। জেডি(ইউ) কোটা থেকে কতজন কেন্দ🧔্রীয় মন্ত্রীত্ব পাবেন তা নিয়ে মুখ্য়মন্ত্রী ইষৎ হেসে বলেন, ‘কতজনের ব্যাপারে কথা হয়েছে এব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভাববেন সেটাই হবে।’
এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীত্🐼বের রদবদলের জেরে বিহার থেকে নতুন করে চারজন মন্ত্রী হতে পারেন। জেডিইউ থেকে দুজন, এলজেপি থেকে ও বি🥂জেপি থেকে একজন করে মন্ত্রী হতে পারেন। তবে বিজেপির এক শীর্ষ নেতার দাবি, ‘দল চাইছে চারজনকে মন্ত্রী করা হোক।’ নেতৃৃত্বের দাবি, বিহার থেকে বিজেপির ১৭জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে কেন্দ্রে ৫জন মন্ত্রী রয়েছেন। এদিকে জেডিইউর ১৬জন সাংসদ রয়েছেন বিহার থেকে। কিন্তু জেডিইউর তরফে একজনও কেন্দ্রীয় মন্ত্রী নেই বিহার থেকে। এবার চারজন মন্ত্রী চেয়েছে দল। তাঁদের মধ্যে দুজনকে ক্যাবিনেট মন্ত্রী ও বাকিদের রাষ্ট্রমন্ত্রী করার দাবি রাখা হয়েছে। তবে প্রসঙ্গত ২০১৯ সালে কেন্দ্রীয় ক্যাবিনেটে যোগ দিতে অস্বীকার করেছিল জেডিইউ। তবে বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ‘যা সেই সময় হয়েছিল তা এখন অতীত।’