স্কলারশিপের টাকা দেওয়ার দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংঘর্ষ জেএনইউ-র নিরাপত্তারক্ষীদের। জানা গিয়েছে, স্কলারশিপের টাকার দাবিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিষয়ক বা ফিন্যান্স কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছ♐িলেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা। সেই সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। সেখান থেকে হাতাহাতি এবং পড🍸়ে ভাঙচুর শুরু হয়। বেশ কয়েকজন এই ঘটনায় জখম হয়েছেন বলে দাবি করেন এবিভিপি। জখম পড়ুয়াদের মধ্যে এবিভিপি-র সভাপতি রোহিত কুমারও আছেন বলে জানা যায়। মোট ১৫ জন পড়ুয়া এই সংঘর্ষে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনায় দু’জন নিরাপত্তারক্ষীও এই ঘটনায় জখম হয়েছেন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুলিশ বলেছে যে তারা এবিভিপি-র কাছ থেকে একটি অভিযোগ পেয়েছে তারা। রক্ষীদের আঘাত পাওয়ার ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের এক কার্তা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ꦏনির⭕াপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে একটি ফোন এসেছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঝামেলা মিটে যায়।
আরও পড়ুন: বলিউডের নষ্ট হওয়া ভাবমূর্তির সঙ্গে রাহুল 💃গান্ধির মিল পেল স্বরা, ‘সবাই বলে পাপ্পু🍌’
এদিকে উস্কানি ও সহিংসতার জন্য প্রশাসনকে দোষারোপ করেছে এবিভিপি। ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে যে জেএনইউ-র রেক্টর অজয় কুমার দুবের নির্দেশেই ছাত্রদের মারধর করা হয়েছে। এদিকে ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, শিক্ষার𝓡্থী এবং নিরাপত্তারক্ষীরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, দুই বছরের বেশি সময় ধরে আটকে স্কলারশিপের টাকা। সেই টাকার দাবিতেই আন্দোলন করছিলেন তাঁরা। পরে অবশ্য বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এবিভিপির সভাপতি রোহিত কুমারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে কর্ম🐟ীদের অভাব রয়েছে। এই আবহে তাঁরা নন নেট স্কলারশিপ, মেরিট-কাম-মিনস বা জেআরএফও পাচ্ছেন না।