সাংসদ হওয়ার আগেও একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন। আর সাংসদ হওয়ার পর একের পর এক বিতর্কে এবার নিজের দল বিজেপিকেও বিড়ম্বনাতে ফেলছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর হরিয়ানা নির্বাচনের প্রাক্কালে কৃষি আইন নিয়ে মুখ খোলায় দল তাঁর বক্তব্যের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে। সম্প্রতি তিনটি কৃষি আইন ফিরিয়ে আনার দাবি করেছেন কঙ্গনা। আর কঙ্গনার এহেন দাবি ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। এই আবহে দলের তরফ থেকে বলা হয়েছে, বিজেপির হয়ে এই ধরনের মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই কঙ্গনার। পরে চাপের মুখে একটি ভিডিয়ো বার্তায় কৃষি বিল নিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন কঙ্গনা। বলেন, তিনি দলের অবস্থানের সঙ্গে সহমত। (আরও পড়ুন: বিকাশের বদলে RG কর কাণ্ডে�🔥� নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন বৃন্দা, জানেন তিনি কে?)
আরও পড়ুন: বাংলায় এবার শিল্পতালুক হবে বন্ধ কারখানার জমিতে,আসতে পারে কয়েক হ🦂াজার কোটির লগ্নি
কয়েকদিন আগেই নিজের চলচ্চিত্র 'ইমারজেন্সি'র প্রচারে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, 'কৃষকদের ওই আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে আনছিল।' তিনি আরও দাবি করেছিলেন, কৃষকদের আন্দোলনস্থলে মৃতদেহ ঝুলছিল এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটছিল। সেই মন্তব্যের জেরে তাঁকে দলের ভর্ৎসনার শিকার হতে হয়েছিল। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনাকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, কঙ্গনার মন্তব্য দল সমর্থন করে না। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তিন বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার দাবি তুলে নতুন করে দলকে অস্বস্তিতে ফেললেন কঙ্গনা। (আরও পড়ুন: 'ভিডিয়ো দেখে 🏅মনে হচ্ছে...', আরজি কর কাণ্ডে এবার ময়না▨তদন্ত নিয়ে প্রশ্নের বন্যা)
আরও পড়ুন: রাজ্য আগেই জানত DVC-র জল ছাড়ার কথা, নবান্🍃নের মে💜মো সামনে আসতেই 'বিস্ফোরণ'
মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্র মান্ডিতে কঙ্গনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনটি কৃষি আইন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে। এই আবহে ভিডিয়ো বার্তা প্রকাশ করে বিজেপির তরফ থেকে দলীয় মুখপাত্র গৌরব ভাটিয়াকে বলতে হয়, কঙ্গনার সেই বক্তব্য দলের অবস্থানকে ব্যাখ্যা করে না। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের প্রত্যাহার করা কৃষি বিল সম্পর💦্কে বিজেপি সাংসদ কঙ্গওনা রানাউতের বিবৃতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। এই আবহে আমি স্পষ্ট করে বলতে চাই যে এই বক্তব্যটি তাঁর ব্যক্তিগত। কঙ্গনা রানাউত বিজেপির পক্ষে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য অনুমোদিত নন এবং এই কৃষি বিল নিয়ে বিজেপির দৃষ্টিভঙ্গি বা অবস্থান ভিন্ন। আমরা তাঁর এই বিবৃতি প্রত্যাখ্যান করছি।' পরে গৌরবের সেই ভিডিয়ো বার্তা রিটুইট করে যেন কিছুটা অভিমানী হয়েই কঙ্গনা লেখেন, 'কৃষক আইন সম্পর্কে আমার মতামত সম্পূর্ণরূপেই ব্যক্তিগত এবং এই বিল নিয়ে দলের অবস্থান আমি তুলে ধরিনি। ধন্যবাদ।' পরে একটি ভিডিয়ো বার্তায় কৃষি বিল নিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন কঙ্গনা। বলেন, তিনি দলের অবস্থানের সঙ্গে সহমত।