কার♚্গিলের রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের জয়ের ২৫ বছর আজ পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে ইতিমধ্যেই কার্গিলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিজয় দিবসের উদযাপন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তবে এর ২৫ বছর আগে, যুদ্ধের সময়ও একবার কার্গিলে গিয়েছিলেন মোদী। তখন তিনি, হিমাচল প্রদেশের বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। সেবার Mi-17 হেলিকপ্টারে করে শ্রীনগরে নামেন নরেন্দ্র মোদী। কেমন অভিজ্ঞতা হয়েছিল সেবার? এক বিরল অডিয়ো ক্লিপে মোদীর কণ্ঠে উঠে এল এক ঘটনার কথা।
সদ্য ‘মোদী আর্কাইভ’ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করা হয়েছে। সেখানেই কার্গিল দিবস উপলক্ষ্যে এক পোস্ট করা হয়। পোস্টে বর্ণনা করা হয়, ২৫ বছর আগে কার্গিলে মোদী যখন গিয়েছিলেন, তখন কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? সেই বর্ণনা দিতে গিয়ে পোস্টের শ🅠ুরুতেই লেখা রয়েছে, 'জীবনকালের তীর্থ'। যুদ্ধের সময় সেনার কাছে আবশ্যিক রসদ পৌঁছে দি🦩তে গিয়েছিলেন মোদী ও তাঁর টিম।
কার্গিলে ২৫ বছর আগে, মোদীর সফরের অভিজ্ঞতার ওই পোস্টে 🌜বর্ণনায় লেখা হয়, ১৯৯৯ সালে꧟ ২৬ জুলাই কীভাবে বহু রক্তক্ষয়ী পরিস্থিতির পর ভারত কার্গিল যুদ্ধ জিতে নেয়। টাইগার হিল-এ দর্পের সঙ্গে জাতীয় পতাকা উত্থিত করেন ভারতীয় সেনার বীর যোদ্ধারা। এছাড়াও আরও একটি পোস্টে মোদীর অভিজ্ঞতার কথা লেখা হয়। সেখানে বলা হচ্ছে, নরেন্দ্র মোদী সেবার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের সাহসিকতার জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানান মোদী। তবে সেনা জওয়ানরা পাল্টা বলেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী (তৎকালীন) অটলবিহারী বাজপেয়ীর পাওয়া উচিত। এর উত্তর ব্যাখ্যা করে, সেবার এক সেনা জওয়ান মোদীকে বলেছিলেন এক কাহিনি।
সেই জওয়ান মোদীকে বলেন, টাইগার হিল দখল করতে গিয়ে বহু জওয়ানের মৃত্যু হয়। বღাকি সেনা জওয়ানরা নিরাশার মধ্যে পড়ে যাওয়ার আগেই এক ঘটনা ঘটে। এমন সময় এক বিকেলে, বাঙ্কারে রেডিওতে সেনা জওয়ানরা খবর শুনছিলেন। সেখানে বলা হচ্ছিল, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন, আর তা শুনে অটলবিহারী জানিয়েছেন, তাঁর দেশের জওয়ানরা যুদ্ধ লড়ছেন যুদ্ধক্ষেত্রে, আর তাঁর সময় নেই কোথাও যাওয়ার। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মন ছুঁয়ে যায় জওয়ানদের। সেনা ছাউনিতে আসে আলাদা উত্তেজনা, যুদ্ধ জিতে নেওয়ার। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সেই সিদ্ধান্ত সেনা জওয়ানদের কাছে উৎসাহের ছিল বলে সেই সেনা জওয়ান ২৫ বছর আগে মোদীকে জানান। সেই কথা গুজরাটিতে বলেছিলেন মোদী। তার অডিও ক্লিপই আজ ২০২৪ সালে কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্ত🐎ির দিনে প্রকাশ্যে এল।