বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka Hijab Row: ‘রাস্তায় বোরকা পরে না বের হলে...’, মাথাচাড়া দিয়ে উঠেছে 'মুসলিম ডিফেন্স ফোর্স'
বিগত কয়েক মাস ধরে কর্ণাটকে হিজাব বিতর্ক চরমে উঠেছিল। স্কুল ও কলেজে ইউনিফর্মের সাথে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এরপরই এই মামলার জল গড়িয়েছিল আদালতে। সরকারের নির্দেশ উচ্চ আদালতে বহাল থাকলে শীর্ষ আদালতে আবেদন করা হয় হিজাব পরার পক্ষে সওয়াল করে। এই আবহে এবার সেরাজ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে। ‘মুসলিম ডিফেন্স ফোর্স’ নামক গ্রুপটি নাকি হিজাব পরার জন্য ফতোয়া জারি করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মূলত ম্যাঙ্গালুরুতে এই গ্রুপের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্কের সূত্রপাতও এই ম্যাঙ্গালোরেই। (আরও পড়ুন: কুরুক্ষেত্রে ‘লড়াই’ দিল্লি ও পঞ্জাব𝓀 পুলিশের! ছাড়িয়ে নিয়ে আনা হল ধৃত BJP নেত🦹াকে)