সরকারি কর্মীদ💦ের মোবা♕ইল ফোনে বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের উপর স্থগিতাদেশ জারি করল কেরালা হাই কোর্ট। পাশাপাশি অ্যাপের ডেটা সুরক্ষা নীতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে চাওয়া হল লিখিত বিবৃতি।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন ও বিচারপতি এম আর অনিতার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে, আরোগ্য সেতু অ্যাপ মারফৎ যে নথি সংগৃহীত হবে, তার সুরক্ষা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতে নথির অপব্যবহার সম্পর্কে স💧রকার গ্যারౠান্টি দিতে পারবে কি না।
জবাবে কেন্দ্রীয় সরকারের পক্ষে আই൲নজীবী জানান, নথির সুরক্ষা সুনিশ্চিত রয়েছে এবং সেই মর্মে সবিস্তারে বিবৃতি পরবর্তী শুনানিতে আদালতে জমা দেওয়া হবে। সেই সঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত লাখ লাখ দেশবাসী ওই অ্যাপ ডাউনলোড🧸 করেছেন।
ওই 🍌দিন আদাল⭕তের তরফে পরবর্তী শুনানির দিন আগামী ১৮ মে ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সমস্ত সরকারি কর্মচারীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। পাশাপাশি র🏅েল ও বিমানযাত্রীদেরও ওইঅ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়।