বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘খালেদা জিয়া সরকারের নিয়ন্ত্রণেই আছেন, কিছু হলে হাসিনাদের দায়’, ‘হুমকি’ BNP-র

‘খালেদা জিয়া সরকারের নিয়ন্ত্রণেই আছেন, কিছু হলে হাসিনাদের দায়’, ‘হুমকি’ BNP-র

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। (ছবি সৌজন্য ডয়চে ভেলে/এস হোসেন)

বাংলাদেশে এমনিতেই অশান্তির আঁচ মিলছে।

প্রাক𝕴্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবির বিষয়ে দেশের রাজনীতির মাঠ বেশ গরম। এ মুহূর্তে কী ভাবছে বিএনপি? এ বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলಌাম আলমগির।

ডয়চে ভেলে: খালেদা জিয়া এখন কেমন আছেন?

মির্জা ফখরুল ইসলাম আলমগির: উনি বেশ কিছু রোগে অনেকদিন ধরেই ভুগছেন। বিশেষ করে লিভার, কিডনি, আর্থরাইটিস, হাইপারটেনশন, ডায়াবেটিস - এগুলি তার আগে থেকেই ছিল। করোনায় আক্রান্ত হয়ে তিনি অনেকদিন হাℱসপাতালে ছিলেন। করোনা বেশ বড় রকমের সংকট তৈরি করেছিল।

ডয়চে ভেলে: এই রোগের কি দেশে কোনও চিকিৎসা নেই?

চিকিৎসকেরা খুব পরিষ্কার করে বলেছেন, এখন তার যে চিকিৎসা দরকার সেটা দেশে নেই𒅌।

ডয়চে ভেলে: (শেখ হাসিনা) সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিদেশি চিকিৎসক এনে চিকিৎসা করানো যায় কিনা…

এটা সম্ভব না। সম্ভব নয় এই জন্য যে, তাঁর সার্জারির প্রয়োজন হতে পারে। এই সেন্টারগুল🉐িতে সেই ধরনের সুবিধা নেই।

ডয়চে ভেলে: খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে কথা বলা হচ্ছে, সেটা কি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন?

অবশ্যই। হাসপাꦇতাল বলছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরাই বলছেন।

ডয়চে ভেলে: উনি যেখানে চিকিৎসা নিচ্ছেন, সেই এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তো কিছু বলছে না?

তাদের তো মিডিয়ার সামনে এসে বলার কথা নয়। রোগীর প্রাইভেসি বলে একটা ক📖থা আছে। এটা জুরিসপ্রুডেন্স-সহ সব জায়গায় আছে। রোগীর প্রাইভেসি রক্ষা করতে হাসপাতাল কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য। ফলে তারা তো এ নিয়ে কথা বলবে না। তবে তাঁর ব্য🅺ক্তিগত চিকিৎসক যাঁরা আছেন, তাঁরা কথা বলছেন এবং বলতে শুরু করেছেন।

ডয়চে ভেলে: আগে তো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন। এখন কি সেখানে আবার বোর্ড করে চিকিৎসার উদ্যোগ নিয়েছে সরকার?

সেখানে আসলে তিনি কোনও চিকিৎসা পাননি।

ডয়চে ভেলে: সরকারি দলের তরফে বলা হচ্ছে, বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার যে দাবি আপনারা করছেন, সেটা কি আসলে চিকিৎসার স্বার্থে নাকি রাজনৈতিক?

এই সমস্ত অমানবিক, অরাজনৈতিক এবং শিষ্টাচার বর্জ𒉰িত কথাগুলির উত্তর দিতেই আমাদের রুচি হয় না। একজন নেত্রী, গণতন্ত্রের জন্য তাঁর যে অবদান, দেশের জন্য তাঁর যে অবদান, প্রধানমন্ত্রী হিসেবে রাজনীতিতে তাঁর যে অবদান, দেশের উন্নয়নে তাঁর ♍যে অবদান সেই নেত্রী সম্পর্কে এই ধরনের কথা বলা অমার্জিত অপরাধ বলে আমি মনে করি।

ডয়চে ভেলে: সাজাপ্রাপ্ত আসামীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার যে প্রক্রিয়া, সেখানে কি এই সুযোগ আছে?

অবশ্যই। পেনাল কোডের ৪০১ ধারায় পরিষ্কার করে বলা আছে, বিষয়টি সম্পূর্ণ নির্ভ♓র করবে সরকারের উপর। এটা অন্য কারও উপর নয়, শুধু সরকারই পারে তাঁকে মুক্তি দিতে, চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। সাজার মেয়াদও কমিয়ে আনতে পারে সরকার।

ডয়চে ভেলে: আগে কি কোন রাজনীতিককে সাজাপ্রাপ্ত হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে?

অনেক উদাহরণ আছে। আ স ম আবদুর রব গিয়েছেন, আওয়ামী লিগ🎀ের মোহাম্মদ নাসিম গিয়েছেন। যেগুলি আমার এই মুহূর্তে মনে আছে, শুধু সেগুলি বলছি। এটা খুব একটা প্রতিবন্ধকতা নয়। তাছাড়া খালেদা জিয়ার মতো একজন রাজনীতিবিদের চিকিৎসার জন্য কোনও উদাহরণের দরকার হয় না, সরকার চাইলেই পাঠাতে পারে।

ডয়চে ভেলে: আরও একটি অভিযোগ করা হচ্ছে, দেশের চিকিৎসায় তার এত অনীহা কেন?

এগুলো বাজে কথা। এগুলি হচ্ছে, তা💎দের আসল জায়গা থেকে সরে যাওয়া এবং প্রকৃত যে সমস্যা সেটাকে চিহ্নিত না করে কু-তর্ক করꦬার চেষ্টা করা হচ্ছে। দেশের চিকিৎসকেরাই বলছেন, এখানে আর সম্ভব না।

ডয়চে ভেলে: দেশীয় চিকিৎসার প্রতি আমাদের রাজনীতিবিদদের এক ধরনের অনীহা দেখা যায়, এটা কেন?

এই ইস্যুটাকে ভিন্নখাতে নিতে আওয়ামী লিগের মতো আপনারাও টার্ন করতে চান। তাঁর বাইরের চিকিৎসার কথা বলছেন তাঁর চিকিৎসকরা। বেগম খালেদা জিয়া একমাত্র রাজনীতিক তিনি মামলা চলাকালীন সময় দেশেꩵ ফিরে এসেছে📖ন। দেশে ফিরেই তিনি বেআইনি মামলা, আওয়ামী লিগের রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে মামলা সেই মামলা মোকাবিলা করে কারাগারে হেঁটে গিয়েছেন। সুস্থ অবস্থায় গিয়েছেন। আর যখন বেরিয়েছেন তখন অসুস্থ অবস্থায় বেরিয়েছেন।

ডয়চে ভেলে: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দূর করতে সরকারের কোনও পদক্ষেপ আপনারা কী দেখছেন?

সরকারের কোন পদক্ষেপই আমরা এখনও পর🧸্যন্ত দেখতে পাইনি। দেশের মানুষ দেখছে, যে প্রধানমন্ত্রী কী ভাষায় কথা বলছেন, আইনমন্ত্রী কী ভাষায় কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন, অ🌃ন্য মন্ত্রীরা কী বলছেন - সবাই তো সেটা শুনছেন।

ডয়চে ভেলে: তাঁকে বিদেশে নিতে সর্বশেষ আপনারা কি প্রক্রিয়া অবলম্বন করেছেন?

আমরা দল থেকে এখন পর্যন্ত কোন আবেদন করিনি। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এবারও যখন তিন🔯ি হাসপাতালে আসলেন, তখন তাঁর ছোটো ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন। যেটা সাধারণ রুলস। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সে আবেদন প্রধানমন্ত্🃏রীর কাছে পাঠিয়েছেন। এ পর্যন্তই। এরপর কী হয়েছে, সেটা আর আমরা জানি না। চিঠির এখনও কোন উত্তর দেওয়া হয়নি।

ডয়চে ভেলে: বিএনপি থেকে বলা হচ্ছে তাঁকে বিদেশে পাঠানোর অনুমতি না দেওয়া হলে এবং কোনও দুর্ঘটনা ঘটলে সেই দায় সরকারকে নিতে হবে.. তাই কি?

🐓পুরোপুরি সরকারের উপর বর্তাবে। কারণ উনি এখন তো সরকারের নিয়ন্ত্রণেই আছেন। তারা তো শর্ত সাপেক্ষে সবকিছু করেছে। পুরো দায়টা সরকারের উপরই তো বর্তাবে। তাঁর বাইরে যাওয়ার অনুমতি দেওয়া বা না দেওয়া সব তো সরকারেরই দায়িত্বে, অন্য কারও তো দায়িত্বে 𝔉নেই।

ডয়চে ভেলে: এই মুহূর্তে সরকারের কাছে আপনার চাওয়া কী?

আমরা সব সময় বলে আসছি, তাকে মুক্তি দিতে হবে। আর একইসঙ্গে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য ব💧াইরে পাඣঠানোর ব্যবস্থা করা হোক।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই꧂ প্রতিবেদন লেখেনন🐎ি।)

পরবর্তী খবর

Latest News

আসছে মার্গশীর্ষ অমাবস্যা, রাশি অনুসার𝔉ে করুন দান, বা🧜ধা কাটবে, ভাগ্যের দিশা বদলাবে ⛄ডেট 𒁏করার জন্য সিঙ্গল কর্মীদের টাকা দিচ্ছে এই কোম্পানি ব্যাটে রান নেই! বেড়েছে ভুঁড়ি! সঙ্গে র꧙য়েছে অযথা জেদ! 🧔IPL-এ দলই পেলেন না পৃথ্বী কলকাতার আবেগ কাজে লাগিয়ে পয়সা কামায় KKR, দলে 𒈔নেয় না বাংলার কোনও খেলোয়াড়কে দূষণের বিরুদ্ধে ♓সচেতনত𒉰া বাড়াতে সাইকেলে চেপে সংসদে টিডিপি সাংসদ PAN 2.0: এবার কিউআর কোড থাকবে প্যান কার্ডে, বিনা পয়সায় হবে আপ🥀গ্রেড, বিরাট বদল! KKR-র ধাঁচে খেলল RCB! ৪১ বলে ১০০ করা প্লেয়ারকে না নিয়ে শুনতেဣ হল ‘জোক🅰ার’ কটাক্ষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনুষ্কার লুক ভাইরাল,কোথায় 𓆏পাবেন এই কো-অর্ড সেট? দাম কত ༒'লাভলি লোল্লা'য় মা-মেয়ের চরিত্রে গওহর খান-ঈশা মালভিয়া! কে কোন ভূমিকায়? ‘৭ 🌳বছরের বনবাস শে😼ষ…’ গোবিন্দার সঙ্গে মনোমালিন্য মেটায় আবেগপ্রবণ ক্রুষ্ণা অভিষেক

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের꧟ সোশ্যালꩵ মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভা🌸রতের হরমনপ্♛রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টജি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্꧂ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই꧙ তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ﷽ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্💝যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্ব💯কাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC🍨 ইতিহাসে প্রথমবার অস্ট্🍃রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতꦦি ন𓆏য়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপꦚ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.