বড়দের মতোই সমান হারে উপসর্গহীন কোভিড হওয়ার ঝুঁকি আছে অপ্রাপ্তবয়স্কদেরও। ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত মাদুরাইয়ের এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে এমনই তথ্য।এই সমীক্ষার জন্য প্রায় ৪,৪০,০০০ নমুনা পরীক্ষা করা হয়। সবকটিই তামিলনাড়ুর মাদুরাইতে আরটি-পিসিআর টেস্ট করা হয়। সমীক্ষায় করোনা সংক্রমণের (উপসর্গসহ এবং উপসর্গবিহীন) ঝুঁকি এবং মৃত্যুর সম্ভাবনা পর্যবেক্ষণ করা হয়।ওয়াশিংটনের সেন্টার ফর ডিজিজ ডাইনমিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির (সিডিডিইপি) ডিরেক্টর রামানন লক্ষ্মীনারায়ণের নেতৃত্বে একদল গবেষক এই পর্যবেক্ষণ করেন। তাঁরা জানান, এই পর্যবেক্ষণে মাদুরাইয়ের মাত্র ১.৪% সংক্রমণেরই হদিশ মিলেছে। সমীক্ষায় বলা হয়, বড়দের মতোই সমান ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা। শিশু, টিনএজাররাও করোনা আক্রান্ত হলে শিশু, টিনএজাররা থাকতে পারে।ফলে শিশুদের করোনা হওয়ার সম্ভাবনা কম- এই জাতীয় যুক্তির সম্পূর্ণ উল্টো কথাই বলছে এই গবেষণা। স্কুল খোলার পরিকল্পনার মুখে এই পর্যবেক্ষণ বেশ তাত্পর্যপূর্ণ। গবেষণায় আরও বলা হয়, পুরুষ এবং বয়স্ক এজ গ্রুপের মধ্যে সংক্রমণযুক্ত সংক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ফুসফুসের সমস্যায় ভোগেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ফলে এই বয়সের ব্যক্তিদের আরও বেশি দ্রুত টিকাকরণের প্রয়োজনীয়তা আরও একবার প্রমাণিত হল।