লকডাউনে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক রাখায় উদ্যো🔯গী প্রশাসন ও রিজার্ভ ব্যাঙ্ক। তবে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ব্যাঙ্ক বন🐻্ধ থাকবে নির্দিষ্ট কিছু দিনে।
সারা দেশে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকার নিয়♈ম 🐼রয়েছে। এ ছাড়া রয়েছে জাতীয় ছুটি এবং রাজ্য অনুযায়ী আঞ্চলিক বেশ কিছু ছুটির দিনওয
১ মে শ্রম দিবস উপলক্ষে ছুটি পালন ওকরবে দেশের সব গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক। তা ছাড়া বুদ্ধ পূর্ণিমা ও ঈদ উপলক্ষে যথাক্রমে মে মাসের ৭ ও ২৫ তারিখ ছুটি রয়েছে জাতীয় স্তরে।
রাজ্য ও কেন্দ্রশাসিত 🐬অঞ্চল বিশেষে এ বাদেও পালিত হবে কিছু ছুটির দিন যখন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন: Mꩵutual Fund ক্ষেত্রকে বাঁচানোর জন্য ৫০ হাজার কোটি টাকার লাইফলাইন💟 দিল RBI
মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও ঈদ উপলক্ষে ১, ৭ ও ২৫ܫ মে পไশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এ ছাড়া ব্যাঙ্ক ছুটি থাকবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ২৫ বৈশাখ, অর্থাৎ ৮ মে। ১৬ তারিখ দ্বিতীয় শনিবার হিসেবেও বন্ধ থাকবে বাংলার সব ব্যাঙ্ক।
আরও পড়ুন: গরীবদের ৬🌸৫ হজার কোটি টাকা দিতে মোদী সরকারকে আর্জি রঘুরাম রাজনের
উল্ল🌼েখ্য, ১৬ মে সিকিম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রা🌸জ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আগামী ২🌠৪ মে, রবিবার কাজী নজরুল ইসলামের জন্🍌ম বার্ষিকী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে ত্রিপুরায়।
২৫ তারিখ ঈদ-উল-ফিতর উপলক্ষে ব🍌্যাঙ্ক ছুটি থাকার কথা রয়েছে, যদিও শেষ পর্যন্ত চাঁদের দৃশ্যমানতার উপর নির্ভর করবে এই দিনের ছুটি।
ব্যাঙ্ক পরিষেবা কবে বন্ধ থাকছে, তা জানতে স্থানীয় ক্যালেন্ডার দেখে নেওয়ার পরামর্শ দিয়🉐েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।