NEET(UG) 2024। এই পরীক্ষার ফলাফল ঘোষণার পরে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ঘুরছিল। সেখানে দাবি কর🔯া হচ্ছিল যে ছেঁড়া ওএমআর শিট এক ছাত্রীকে দেওয়া হয়েছিল। তবে এবার তা নিয়ে জবাব দিয়েছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি( এনটিএ)। তারা সাফ জানিয়ে🙈 দিয়েছে অফিসিয়াল এনটিএ আইডি মারফত কোথাও কোনও ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়নি।
আয়ুষি পটেল নামে এক ছাত্রী দাবি করেছিলেন নিট পরীক্ষায় অনেক বৈষম্য করা হয়। তাকেই ছেঁড়া ওএমআর শিটꦍ দেওয়া হয়েছিল। তবে এনিয়ে এনটিএ জানিয়ে দিয়েছꦕে এনটিএ আইডি থেকে কোথাও কোনও ছেঁড়া ওএমআর শিট কাউকে দেওয়া হয়নি।
কিন্তু ওই ছাত্রীর কী অভিযোগ ছিল?
তিনি জানিয়েছিলে𓂃ন গত ৮জুন নিটের ফলাফল বের হয়েছিল। কিন্তু তিনি রেজাল্ট পাননি। সেই সঙ্গেই এনটিএর পক্ষ থেকে তিনি একটি মেল পান। এরপর তাঁর অভিভাবকরা মেল করে জানান যাতে ওএমআর শিটটা দেখানো হয়। এরপর তিনি ভিডিয়োতে জানান যে তাঁকে ছেঁড়া ওএমআর শিট দেখানো হয়। হিসেব করে দেখেছেন তিনি যে তিনি ৭১৫ পেতে পারেন। এরপর লখনউ হাইকোর্টে মামলা করেন তিনি।
এনটিএ জানিয়েছে ওএমআর শিট যথাযথ রয়েছে। স্কোর একেবারে ঠিকঠাক। পরীক্ষার্থী ♋ওয়েবসাইট থেকে স্কোরকার্ড ডাউনলোড করে নিতে 🐈পারেন।
তবে ওই ছাত্রীর দাবি, সময়ের থেকে ১০ মিনিট আগে আমি পরীক্ষা শেষ করেছিলাম। ღএরপর তা পরিদর্শকের হাতে তুলে দিই। আমি নিশ্চিত যে আমি ৭০০ নম্বরের বেশি পেতে পারতাম। এরপর তিনি একাধিক ইমেল পাঠান। তারপর তাঁর কাছে ওএমআর শিট পাঠানো হয়।
এরপর ওএমআর শিটটা দেখি ছেঁড়া রয়েছে। অ্যানসার কি অনুসারে মিল♏িয়ে দেখি একটা মাত্র কেমিস্ট্রির উত্তর ভুল হয়েছে। বাকি সব ঠিক। আমার ৭১৫ পাওয়ার কথা। তিনি বলেন, জালিয়াতি করা হয়েছে। যে স্ক্যান কপি পাঠানো হয়েছে তাতে নীল দাগ রয়েছে। কিন্তু এটা হতে পারে না। তাঁর দাবি তাঁর ওএমআর শিট বদলানো হয়েছে। তবে এনটিএ এই অভিযোগ মানতে চায়নি।
এদিকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয🌞়েট (এনইইটি-ইউজি) পরীক্ষা সারা দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস এবং আয়ুষ এবং অন্🍒যান্য সম্পর্কিত কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা পরিচালিত হয়। সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন এক ছাত্রী।