গত এক সপ্তাহে দিল্লি-এনসিআরে টমেটোর দাম বেড়েছে। খুচরো বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকায়। অন্যান্য সবজির দ🍌ামও বেড়েছে দিল্লিতে। বৃষ্টির ঘাটতি ও প্রচণ্ড গরমের জেরেই নাকি এই মূল্যবৃদ্ধি। বিক্রেতারা বলছেন, অনেক রাজ্যে বৃষ্টির কারণে টমেটো ও অন্যান্য সবজির উৎপাদন ক্ষতিগ্রস্ত൲ হয়েছে। এর প্রভাব পড়ছে গ্রাহকদের ওপর। এছাড়াও তাপের কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফলন। এরও প্রভাব পড়ছে সবজির দামে।
খুচরো ও সবজি বাজারের পাইকারি দামে বিস্তর পার্থক্য রয়েছে দিল্লি এলাকায়। আজাদপুর পাইকারি সবজি বাজারের এজেন্ট জয় কিষাণ লাইভ হিন্দুস্তানকে জানান, বাজারে লাউ ১০ থেকে ১৫ টাকা, লেবু ৩৫ থেকে ৪৫ টাকা এবং কাঁচা লঙ্কা প্রতি কেজিতে ২২ টাকায় বিক্রি হলেও বাইরে খুচরো দামে পার্থক্য রয়েছে। দ্বিগুণেরও বেশি দামে খুচরো বাজারে বিক্রি হচ🌊্ছে সবজি।
এদিকে কলকাতার সবজি বাজারে দর বর্তমানে অনেকটাই স্থিতিশীল। গত কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন বাজারে মাংসের দামও নিয়ন্ত্রণে আছে। তবে কিছুটা চড়া মাছের দাম। তবে শহর ও শহরতলীর ব্যবসায়ীদের মতে, আগামী কয়েকদিন যদি ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে নতুন 🌊করে সবজি বা ফলমূলের দাম বাড়ার সম্ভাবনা নেই।
কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলু প্রতি কেজিতে বিকোচ্ছে ৩০ টাকা করে। চন্দ্রমুখী আলু বিকোচ্ছে ৪০ টাকা প্রতি কেজি দরে। পেঁয়াজ কেজিতে ৩০ টাকা, আদা ১০০ টাকা, বেগুন ৫০ টাকা, উচ্ছে ৩০ টাকা, পটল ৩০ টাকা। দিল্লিতে টমেটো ১০০ ছুঁলেও কলকাতায় টমেটো ৫০ টাকায় বিকোচ্ছেꦚ। এদিকে গোটা রুই কিলোতে বিকোচ্ছে ১৫০ টাকায়, কাটা রুই বিকোচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা প্রতি কেজিতে। গোটা কাতলা ২৫০ টাকা কেজি, কাটা কাতলা প্রতি কিলো ৩৫০ টাকা। ভএটকি কিলোতে ৫০০ টাকা। মাঝারি ইলিশ কেজিতে ৬০০ টাকা, বড🍌় ইলিশ কেজিতে ১২০০ থেকে ১৬০০ টাকা।