শ্রীকৃষ্🐲ণ জন্মভূমি-শাহি ইদগা ইস্যুতে যত মামলা রয়েছে মথুরা কোর্টে তা এবার এলাহাবাদ হাইকোর্টে স্থানান্ﷺতর করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি এই বিষয়ে মথুরা জেলা আদালতের বিচারককে এই ধরনের ও এই ইস্যু সম্পর্কিত সমস্ত মামলার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ভগবান শ্রীকৃষ্ণ বিরাজম♛ান ও তাঁর সঙ্গে ৭ জনের দায়ের করা এই ইস্যুতে মামলার স্থানান্তর সম্পর্কিত আবেদন মেনে নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ কোর্ট বলছে এই সংক্রান্ত ইস্যুতে ইতিমধ্যেই ১০ টি মামলা পড়ে রয়েছে মথুরা কোর্টে। এলাহাবাদ কোর্ট বলছে, ' আরও ২৫ টি মামলা আসলে সেগুলিও পড়ে থাকতে পারে।' এলাহাবাদ কোর্টের বার্তা, বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীকে প্রভাবিত করা এই ইস্যুতে দায়ের মামলা 'এক ইঞ্চিও এগোয়নি'। যার জেরে এই মামলাগুলি এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরের পক্ষে যথার্থ যুক্তি রয়েছে বলে বার্তা দিয়েছে মথুরা কোর্ট। এই মামলা স্থানান্তরের পক্ষে কোর্টে আর্জি জানান আইনজীবী প্রভাস পান্ডে ও প্রদীপ কুমার শর্মা। তাঁদের বক্♋তব্য শ্রীকৃষ্ণের কোটি কোটি ভক্তের কাছে এই ঘটনার তাৎপর্য রয়েছে। এছাড়াও এটি জাতীয় নিরিখেও বেশ তাৎপর্যপূর্ণ। ফলে সেই দিক থেকে এই মামলা এবার হাইকোর্টে যাওয়া যুক্তি যুক্ত।
( Vide🍸o:অভিষেকের কনভয় ঘিরে কুড়মিদের ক্ষোভ, ব্যাপক ভাঙচুর মন্ত্রী বীরবাহার গাড়ি!)
উল্লেখ্য, যে ইস্যুতে এই মামলা চলছে, তা হল, হিন্দু সেনার দাবি সপ্তদশ শতকে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে শাহি ইদগা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের অপসারণের দাবি তোলা হয়েছে হিন্দুসেনার তরফে। আর তার জেরে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, ১৬৬৯-১৬৭০ সালে মুঘল আমলে সম্রাট ঔরাঙ্গজেব শ্রীকৃষ্ণ জন্মভূমিতে কাতরা কেশবদেবের মন্দিরের ১৩.৩৭ একর জ꧑মিতে এই মসজিদ গড়েন। যদিও হিন্দুসেনার সেই দাবি খারিজ করে মথুরা আদালত। পরে শাহি ইদগা মসজিদ সমীক্ষার নির্দেশ দেয় মথুরার এক কোর্ট। এরপর আসে এলাহাবাদ হাই কোর্টের এই বড় বার্তা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT Apꦚp ডাউনলোড করা🍌র লিঙ্ক