রবিবার দুপুর। শয়ে শয়ে মহিলারা বেরিয়ে পড়লেন ঢাকার রাজপথে। একেবারে হাতে বাঁশের লাঠি নিয়ে বেরিয়ে আসেন তাঁরা। একেবারে অন্য়রকম ছবি। মুখে ধর্ষণ রুখতে স্লোগান। প্রায়🌠 প্রত্যেকের হাতেই ছিল ছোট ছোট লাঠি। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া এই মিছিলে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও এই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল থেকে নানা ধরনের স্লোগান তোলা হয়। সেই মিছিল থেকে স্লোগান ওঠে, খুন, ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো করতে হবে। স্লোগান ওঠে ধর🗹্ষকরা ধর্ষণ করে, প্রশাসন কী করে? বেগম রোকেয়া শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। এরকমই নানা ধরনের স্লোগান তোল🍌া হয়।
এমনকী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর অপসরাণের দাবিও ওঠে এই মিছিল থেকে। ৯ দফা দাবি তোলা হয় এদিনের মিছিল থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। সারা দেশে অব্যাহক ধর্ষণ, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হব🤪ে। নারী নিপীড়ন, চুরি ডাকাতি ছিনতাই বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তাঁদের তরফে দাবি তোলা হয় পাহাড় সমতল সহ সর্বত্র ধর্ষণ ও নিপীড়নের𒈔 সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনার বিচারের জন্য় আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে সহ নানা ধরনের দাবি তোলা হয়।