কংগ্রেসের সভাপতি পদে নির💟্বাচন। কে বসবেন সভাপতির চেয়ারে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এসবের মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির চেয়ারম্য়ান মধুসূদন মাইতি সোমবার জানিয়ে দিলেন, ৯৫০০জন সভাপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এটা একেবারে প্রাথমিক স্তরের তথ্য। পরে এনিয়ে আপডেট করা হবে।
তিনি জানিয়েছেন, মোটামুটি ৯৬ শতাংশ ভোটিং হয়েছে বিভিন্ন রাজ্যে। ভোট চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা নেই। এখনও পর্যন্ত তিনটি ব্যালট বাক্স এসেছে। দিল্লির সদর দফতরে💖 তিনি একথা জানিয়েছেন।
এদিকে সব মিলিয়ে ৮৭জন নেতা নেত্রী এআইসিসি সদর দফতরে ভোট দিয়েছেন। তার মধ্যে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী, দলীয় নেতৃত্বের মধ্যে পি চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্♑ধী এদিন ভোট দিয়েছেন। ♏;
এদিকে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্য়ায় এদিন টুইট করে মল্লিকার্জুন খাড়গের সমর্থনে ভোটদানের ব্যাপারে আবেদন করেন। তবে তৃণমূলে থাকাকা༒লীন কীভাবে তিনি টুইট করে এই আবেদন করতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পরবর্তী সভাপতি কে হবেন, এই সংকটের দিনে কে ধরবেন কংগ্রেসের হাল তা নিয়েও বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।