ইতিমধ্যে জীবন বিমা নিগমের (এলআইসি) শেয়ার বণ্টনের ঘোষণা করা হয়েছে। যাঁরা ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও প্রক্রিয়ার সময় আবেদন করেছিলেন, তাঁরা অনলাইনে সেই ‘অ্যালটমেমন্ট স্টেটাস’ দেখতে পারবেন। 🤡;
এলআইসি আইপিও অ্যালটমেন্ট স্টেটাস দেখার ডিরেক্ট লিঙ্ক (Direct links for LIC IPO allotment status check)
আপনিও কি এলআইসির শেয়ার পেয়েছেন? সেটা খꦺোঁজার জন্য আপনাকে একটুও দৌড়ঝাঁপ করতে হবে না। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) ওয়েবসাইট bseindia.com/investors/appli_check.aspx এবং KFintech-র লিঙ্ক ris.kfintech.com/ipostatus/ipos.aspx থেকে সহজেই সেই কাজটা করত🧔ে পারবেন। কীভাবে পারবেন, তা জেনে নিন -
বিএসইয়ের ওয়েবসাইট থেকে কীভাবে এলআইসির আইপিও অ্য়ালটমেন্ট স্টেটাস দেখবেন? (How to check LIC IPO allotment status on BSE website)
১) বম্বে স্টক এক্সচেꦍঞ্জের (বিএসই) ওয়েবসাইট px-তে যান।
২) সেখানে 'Status of Issue Applꦓication'-র নীচে 'Issue Type', 'Issue Name', 'Applic🐻ation No.' বা 'Pan No' ফিল আপ করে দিন।
৩) তারপর ‘Search’ করুন।
৪) আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ꦦ'LIC IPO Allotment Staඣtus' দেখাবে।
আরও পড়ুন: LIC IPO: শেয়ার বরাদ্দ না হলে কবে মিলব🌳ে রিফান্ড, সফল আবেদনকারীরা কবে🐎 পাবেন শেয়ার?
কেফিনটেকের ওয়েবসাইট থেকে কীভাবে এলআইসির আইপিও অ্য়ালটমেন্ট স্টেটাস দেখবেন? (How to check LIC IPO allotment status on KFintech website)
১) KFintech-র লিঙ্ক -তে ক্লিক করুন।
২) সেখানে 'LIC IPO'-তে ক্লিক করুন।
৩) 'LIC IPO Allotment Status'-র নীচে তিনটি বিকল্প আছে - 'Application No', 'DPID Clie꧅nt ID' এবং 'PAN'।
৪) ধরা য♏াক, আপনি 'Application No' বেছে নিয়েছেন। 'Enter Application No'-তে নিজের আবেদন নম্বর লিখুন। তারপর প্যান নম্বর লিখে 'Submit' করুন।
৫) আপনার কম্ဣপিউটার বা মোবাইল স্ক্রিনে 'LIC💮 IPO Allotment Status' দেখাবে।