এখন ট্রেনে-বাসে-সোশ্যাল মিডিয়ায় সবার প্রশ্ন, 'আবার লকডাউন?' সেই জল্পনাই আবার উসকে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 'ফের করোনাভাইরাস বাড়ছে, পরিস্থিতি বেগতিক হলে আবারও লকডাউন হতে পারে,' শুক্রবার এমনটাই জানালেন তিনি।বৃহস্পতিবার একদিনে মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ২৬,০০০। এই কারণেই ভবিষ্যতে লকডাউনের সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।'লকডাউন হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে রয়েছে। কিন্তু আমার রাজ্যবাসীর উপর ভরসা রয়েছে। আগের মতোই ওনারা সকল নিয়ম মেনে চলবেন বলে আমার বিশ্বাস,' শুক্রবার বলেন উদ্ধব। সেই সঙ্গে ভ্যাকসিন থাকায় এবারের লড়াইটা অনেক সহজ বলেও উল্লেখ করেন উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, 'অন্তত এখন আমাদের হাতে দুটো ভ্যাকসিন এসে গিয়েছে। সবাইকে দ্রুত ভ্যাকসিন দেওয়াটাই এখন আমাদের অগ্রাধিকার।'সাংবাদিক বৈঠকে সকলকে নির্ভয়ে ভ্যাকসিন নিতে অনুরোধ করেন উদ্ধব ঠাকরে। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, 'খুব বিরল ক্ষেত্রে এটা ঘটেছে। তবে টিকা থেকে প্রাণহানি হওয়ার মতো মারাত্মক কিছুর কোনও সম্ভাবনা নেই।'