কোভিড সংক্রমণে মৃত্যুর হার আচমকা বৃদ্ধির জেরে শনিবার ইংল্যান্ডে ফের ❀লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আপাতত ২ ডিস𒅌েম্বর পর্যন্ত জারি থাকছে লকডাউন। অন্য দিকে, ব্রিটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
গত মার্চ মাসে ব্রিটেনে যে লকডাউন আরোপ করা হয়েছিল, তাতে শিক্ষা প্রতিষ্ঠা൲নগুলি বন্ধ র𝓀াখা হয়েছিল। এবারের লকডাউনে অবশ্য সেই নিষেধাজ্ঞা জারি হয়নি। তবে ববন্ধ থাকছে নাবশ্যক খুচরো বিপণি, রেস্তোরাঁ, পানশালা এবং হাসপাতালের অন্যান্য পরিষেবা। নিষেধাজ্ঞার আওতায় থাকছে পর্যটন ও বিনোদনের একাধিক মাধ্যম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘কেউ কোথাও এই ধরꦉনের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না। আমাদের আশা ছিল, স্থানীয় স্তরে জোরালো নেতৃত্বের হাত ধরে জোরদার কাজ শুরু হলে সংক্রমণের হার বাড়লেও সমগ্র দেশে তা নিয়ন্ত্রণ করা যাবে। প্রকৃতির সামনে আমাদের সবাইকে নম্র হতে হয়। দুর্ভাগ্যের বিষয়, সারা ইউরোপে এতই দ্রুত বেগে সংক্রমণের হার বেড়েছে যে বিজ্ঞানীরাও তার আন্দাজ পাননি। এবার আমরা জোরদার পদক্ষেপ না করলে অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
শনিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রশাসন প্রকাশ🌸িত বিবৃতিতে বলা হয়েছে, ‘৩১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত ১,০১১,৬৬০ মানুষ কোভিড পজিটিভ পরীক্ষিত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১,৯১৫ জন নতুন সংক্রমিত হয়েছেন এবং মারা গিয়েছেন ৩২৬ জন।’