৫৪৩ আসনের লোকসভায় কে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করার যুদ্ধে ৪ জুন শাসক বিরোধী, সহ দেশের সব পক্ষ ভোটের গণনায় রেখেছিল ফোকাস। দিনের শেষে দেখা যায় বিজেপির ৪০০ পার করার ডাকে বড় ধাক্কা আসে। শেষমেশ এনডিএ ২৯৪ ও ইন্ডি জোট ২৩১ আসনে এগিয়ে।
গত ৫ বছরে প্রাপ্তি- অপ্রাপ্তির খতিয়ান সঙ্গে নিয়ে গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৭ দফায় দেশবাসী ভোটগ্রহণ পর্বে অংশ নিয়েছে। গবিবের ঝুপড়ি থেকে ধনীর অট্টালিকা এই ভোটের অংশ ছিল। প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিভিন্ন বয়সী মানুষ নিজের ইস্যুকে সঙ্গে নিয়ে দিয়েছেন ভোট। সমাজের নানান ধর্ম, জাতির মানুষের ভোট পড়েছে ২০২৪ এর এপ্রিল থেকে শুরু হওয়া ভোটপর্বꦓে। তবে, এদিন অন্ধ্রপ্রদেশ, ওড়িশার বিধানসভা ভোটেরও ফলাফল প্রকাশ হয়। যেখানে ভালো ফল আসে বিজেপির জোট এনডিএর। তবে, ৫৪৩ আসনের লোকসভায় বিজেপি একার দমে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারল না। হিন্দুস্তান টাইমস বাংলায় দেখে নিন ভোটের সমস্ত খবরের আপডেট।
04 Jun 2024, 11:17 PM IST
রাত পোহালেই ইন্ডি জোটের বৈঠক
শিবসেনার উদ্ধব শিবিরের সদস্য বাল ঠাকরে পুত্র উদ🌠্ধব ঠাকরে জানিয়েছেন, বুধবার ইন্ডি জোটের বড় বৈঠক রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে হবে সিদ্ধান্ত। বৈঠকে তৃণম🌱ূলের তরফে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
04 Jun 2024, 11:12 PM IST
বাংলার কিছু জয় একনজরে
উত্তর মালদহের লোকসভা কেন্দ্রের অন্তিম পর্যায়ের গণনা শেষে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর মুখে ফুটল হাসি। কেন্দ্র থেকে জিতলেন তিনি। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্র𝐆ার্থী শতাব্দী রায় ১ লক্ষ ৯৭ হাজার ৫০০ ভোটে জয়ী হেলেন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে। ১৭০৭৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের শান্তিরাম ꧋মাহাতো কে পরাজিত করলেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায় পেয়েছেন ৭ লক্ষ ৬৬ হাজার ৫৬৮ ভোট। কেন্দ্রে জয়ী সুকান্ত।
04 Jun 2024, 10:34 PM IST
কোন নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো?
মমতা বলেন,'আগামীকাল🧸 ইন্ডিয়া জোটের বৈঠক আছে। সেখানে আমি যেতে পারব না। কারণ ꦜরাজ্যটাকে তো সিআরপিএফের হাতে ছেড়ে দিতে পারি না। তাহলে তো ওরা বাংলার মানুষের উপর অত্যাচার করবে।’'
04 Jun 2024, 10:34 PM IST
অভিষেকের রেকর্ড মার্জিন জয়
ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ৬ লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমꦉূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
04 Jun 2024, 09:13 PM IST
'বিকশিত ভারতের জন্য বড় সিদ্ধান্ত নিতে হবে'
'বিকশিত ভারতের জন্য বড় সি💝দ্ধান্ত নিতে হবে। একসঙ্গে দেশকে চলতে হবে। ৬ দশক পরে দেশের জনতা নতুন নিদর্শন রেখেছেন। ৬ দশক পর জনতা কোনও জোটকে ক্ষমতায় এনেছে। আপনাদের আশীর্বাদ নতুন উৎসাহ দেবে আমꦐাদের।' বললেন মোদী।
04 Jun 2024, 09:10 PM IST
দুর্নীতি নিয়ে মোদী
‘দুর্নীতিতে লজ্জার সব সীমা পার যখন হয়, তখন দুর্নীতি শক্তিশালী হয়। তৃতীয় এনডিএ সরকার সমস্ত রকমের দুর্নীত🍎ি ছেঁটে ফেলবে।’ মোদী বলেন সেবাভাবকে সঙ্গে নিয়ে চলাই হবে বিজেপির সদস্যদের চলার রাস্তা।
04 Jun 2024, 09:08 PM IST
মোদীর বার্তা
‘গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বিনিয়োগ বাড়বে।’ বললেন মোদী। দেশকে দুনিয়ার তৃতীয় বড় অর্থনীতি তৈরিতে এনডিএ সরকার পুরো শক্তি দিয়ে কাজ🐽 করবে। মোদী বলেন, করোনার সময় দেখা গিয়েছে ভারতের ভ্যাকসিন ক্যাপাসিটি দဣুনিয়াকে বাঁচিয়েছে। মোদী চন্দ্রযানেরও প্রশংসা করেন।
04 Jun 2024, 09:05 PM IST
আমাদের কৃষকদের আত্মনির্ভার করার জন্য কাজ হবে
‘দেশ থেকে দারিদ্রতা হঠানোর চেষ্টা করবে মোদী সরকার। সাফ কথা জানালেন মোদী। মহিলাদে♊র কর্মক্ষেত্রে বেশি সুযোগ দেওয়ার ক্ষেত্রে কাজ করবে মোদী। ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টার ক্ষেত্রে আরও দ্রুত কাজ হবে। দেশের প্রতিরক্ষা সেক্টর পুরোপুরি আত্মনির্ভর না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ‘ বললেন মোদী। তিনি বলেন, ’আমাদের কৃষকদের আত্মনির্ভার করার জন্য কাজ হবে।’
04 Jun 2024, 09:02 PM IST
'আর এটা মোদীর গ্যারান্টি'
দশ বছর পর লাগাতার তৃতীয়🤡বার জনতার ভালোবাসা, আমাদের সংকল্পকে নতুন রাস্তা দেখায়। আমাদের বিরোধী এক জোট হয়েও সেই সংখ্যক আসন পায়নি, যা একা বিজেপি পেয়েছে। বিজেপির কর্মীদের বলব, দেশবাসীকে বলব, আপনাদের পরিশ্রম, মোদীকে কাজের প্রেরণা দেয়। আপনারা যদি ১০ ঘণ্টা করবেন, তাহলে মোদী ১৮ ঘণ্টা করবে। আপনারা ২ পা হাঁটবেন, মোদী ৪ পা হাঁটবেন। দেশ একসাথে এগোবে। তৃতীয় কার্যকালে দেশ বড় সিদ্ধান্তের নতুন অধ্যায় লিখবে, আর এটা মোদীর গ্যারান্টি। বললেন মোদী।
04 Jun 2024, 08:58 PM IST
কেন্দ্রের কাজের প্রশংসায় মোদী
দেশ গত ১০ বছরে বড় বড় পদক্ষেপ করেছে। দুনিয়ার সবচেয়ে বড় জনকল্যাণকারী যোজনা হয়েছে। ১২ কোটি মানুষকে জল পেয়েছেন স্বাধীনতার ৭০ বছর পর। রেশন সহ কেন🎶্দ্রের এমন বহু কাজের প্রশংসা করেন মোদী। তুলে ধরেন জিএসটি, কাশ্মীরের ৩৭০ ধাররা অবলুপ্তির কথা।
04 Jun 2024, 08:56 PM IST
এই ভোট আমার কাছে আবেগের
'এই ভোট আমার কাছে আবেগের জায়গা। আমার মায়ের মৃত্যুর পর এটা আমার প্রথম ভোট ছিল। তবে দেশের কোটি কোটি মা, বোন মেয়েরা মায়ের অভাব বোধ করতে দেননি। দেশে যেখানে যেখানে গিয়েছি, মা, বোন, মেয়েরা অভূতপূর্ব ಞআসীর্বাদ দিয়েছেন। এটা সংখ্যায় ধরা যাবে না। এই ভালোবাসা শব্দে বলা যাবে না। এটা মনের ম🌄স্তিষ্কে কোণে কোণে রয়েছে। দেশের কোটি কোটি মা বোনেরা প্রেরণা দিয়েছেন। '
04 Jun 2024, 08:54 PM IST
মোদীর বার্তা
অন্ধ্রে চন্দ্রবাবুর এনডি🌄এ ভালো করেছে, বিহারেও নীতীশবাবুর নেতৃত্বে এনডিএ ভালো করেছে। মোদী বলেন, ‘একটা সময় দেশ নিরাশাཧয় ছিল। ’ পরে তা থেকে বিজেপি দেশের উন্নয়ন করে।
04 Jun 2024, 08:49 PM IST
বিধানসভা ভোট নিয়ে মোদী
মোদী বলেন, যেখানে যেখাওনে বিধানসভা ভোট হয়েছে, সেখানে বিজেপি ও এনডিএ ভালো ফল করেছে। অরুণাচল প্রদেশ, সিকিমে ফল ভালো হয়েছে। কিছু রাজ্যে জমানত বাঁচানোও মুশকিল হয়েছে কংগ্রেসের, বলে কটাক্ষ মোদীর। ওড়িশায় সরকার গড𒅌়ছে বিজেপি, বলে জানান মোদী। প্রথমবার মহাপ্রভু জগন্নাথের মাটিতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। কেরলেও বিজেপি জিতেছে কিছু আসন।
04 Jun 2024, 08:47 PM IST
'ভোটের বহু দিক রয়েছে'
১৯৬২ এর পর প্রথমবার কোনও সরকার নিজের কোনও মেয়াদ পূরণ করে তৃতীয়বার ক্ষমতায় আসছে, বলেন মোদী। এই ভোট🔜ের বহু দিক রয়েছে বলেও মুখ খোলেন মোদী।
04 Jun 2024, 08:45 PM IST
মোদীর বার্তা জনতাকে
জম্মু কাশ্মীরে র🍸েকর্ড ভোটিং। যে ভোট পড়েছে ত༺া বহু দেশের জনসংখ্যার চেয়েও বেশি, বললেন মোদী। তিনি বলেন, দেশের জনতাকে অভিনন্দন। দেশের সমস্ত প্রার্থীকেও তিনি অভিনন্দন জানান।
04 Jun 2024, 08:42 PM IST
নির্বাচন কমিশনকে ধন্যবাদ মোদীর
ভারতের সংবিধানে অটুট আস্থার জয়, বিকশিত ভারতের জয় এই জয়। বললেন মোদী। মোদী অভিনন্দন জানান দেশের নির্বাচ🌼ন কমিশনকে।
04 Jun 2024, 08:40 PM IST
মোদীর ভাষণ শুরু
ভারত মাতার জয় ও জয় জগন্নাধ ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করলেন মোদী। ‘আজ বড় মঙ্গল। আর এই পবিত্র দিনে এনডিএর লাগাতার তৃতীয়বার সরকার তৈরি স﷽্থির হয়েছে। আমরা সবাই জনতা জনার্দনের খুবই কৃতজ্ঞ।’
04 Jun 2024, 08:34 PM IST
জেপি নড্ডার ভাষণ
বিজেপির হেডকোয়ার্টারে বিজেপির প্রধান জেপি নড্ডা ভাষণে সাফ জানান 'মোদী ৩.০'। তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। এর পাশাপাশি নড্ডা তুলে ধরেন 🦋যে ওড়িশায় এবার সরকার গড়ছে বিজেপি। তা ছাড়া বাংলার ভোট শতাংশের ইতিবাচক দিক নিয়েও মুখ খোলেন জেপি নড্ডা।
04 Jun 2024, 08:06 PM IST
টুইট অমিত শাহের
তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনডিএকে আনার জন্য বিজেপির জেপি নাড্ডা থেকে সর্বস্তরের কর্মীদের সকলকে ধন্যবাদ ও অভি🌊নন্দন জানান অমিত শাহ।
04 Jun 2024, 07:59 PM IST
মোদীর টুইট
ভোটের ফল প্রকাশের পর নরেন্দ্র মোদীর প্রথম টুইট এল প্রকাশ্যে। সেখানে তিনি লেখেন- মানুষ এনডি🦋এর প্রতি তাঁদের আস্থা রেখেছেন। তৃতীয়বারের জন্য তারা আস্থা রেখেছেন। এটা ভারতের ইতিহাসে ঐতিহাসিক পদক্ষেপ। আমি জনতা জনার্দনের কাছে নতমস্তকে এই ভালোবাসার জন্য প্রণাম করছি। আমরা নিশ্চিত করছি গত এক দশক ধরে যে কাজ করে এসেছি তা চালিয়ে নিয়ে যাব।
04 Jun 2024, 07:32 PM IST
৬২ হাজার ২২৬ ভোটে জয়ী তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী
রাজনীতিতে পদার্পণ করেই প্রছম সাফল্যের স্বাদ। তমলুক কেন্দ্র থেকে জিতলেন বিজেপির প্রার্থ🐭ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
04 Jun 2024, 07:10 PM IST
৭ টায় বিজেপি হেডকোয়ার্টারে মোদী
লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর এবার বিজেপির অন্দরে সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। একক সংখ্যাꦛগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেদিক থেকে বিজেপির হেডকোয়ার্টারে এদিন নেতাদের জমায়েত বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে, ৭ টায় বিজেপির হেডকোর্টারে পৌঁছন মোদী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,'আমি খুশি যে প্রﷺধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যান পাননি। প্রধানমন্ত্রী বিশ্বা🌠সযোগ্যতা হারিয়েছেন, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ তিনি বলেছিলেন যে এবার তারা ৪০০ আসন অতিক্রম করবে।'
04 Jun 2024, 06:46 PM IST
সরকার গঠনের ইঙ্গিত
এদিনের প্রেস কনফারেন্সে খাড়গে জানান, তাঁরা আপাতত নতুন🐭 সরকার গঠন নিয়ে বেশ কিছু দলের সঙ্গে আলোচনা করতে চলেছেন। তবে তা নিয়ে বিস্তারিত জাꦫনাননি।
04 Jun 2024, 06:45 PM IST
৫৭ হাজার ভোটে জয়ী রচনা ব্যানার্জি
হুগলি লোকসভা কেন্দ্র থেকে ৫৭ হাজার ভোটে জꦛয় ছিনিয়ে নি🌜লেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ছিলেন সাংসদ।
04 Jun 2024, 06:27 PM IST
রাহুল কুর্নিশ জানান উত্তর প্রদেশের জনতাকে
প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী বলেন,' উত্তর প্রদেশের জꦆনতা কার্যত কামাল করে দিয়েছেন। তাঁদের রাজনৈতিক জ্ঞান… কামাল করে দিয়েছে।'
‘জনমত মোদীর বিরুদ্ধে’, এই মন্তব্য করে কংগ্রেসের তরফে ম💜ল্লিকার্জুন খাড়গে বলেন, তাঁর দল বিনম্রতা🥂র সঙ্গে এই ফলাফল স্বীকার করছে।
04 Jun 2024, 06:03 PM IST
'লড়ই মোদী বনাম জনতার'
ভোটের গণনার ফলাফলের শেষে কংগ্রেসের তরফে একটি প্রেস ဣকন্ফারেন্স করা হয়। সেখানে মল্লিকার্জুন খাড়গে বলেন, এই জয় জনতার জয়। তিনি বলেন ভোটের আগে থেকেই আমরা বলছিলাম যে এই ‘লড়ই মোদী বনাম জনতার’।
04 Jun 2024, 05:57 PM IST
বারাণসী থেকে ভোটে জয়ী নরেন্দ্র মোদী
এই নিয়ে তৃতীয়বার বিজেপির হেভিওয়েট প্রার্থী নরেন্দ্রও মোদী জয়ী হলেন বারাণসী কেন্দ্র থেকে। তাঁর পক্ষে পড়েছে ৬১২৯৭০ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী &🅰nbsp;কংগ্রেসের অজয় রাই পেয়েছেন ১৫২,৫১৩টি ভোট।
04 Jun 2024, 05:41 PM IST
তমলুকে জয়ী অভিজিৎ, কাঁথিতে জয়ী সৌমেন্দু
তমলুকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যা, কাঁথিতে জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী, হুগলিতে জয়ী রচনা বন্♒দ্যোপাধ্যায়, রায়গঞ্জে জয়ী বিজেপির কার্তিক পাল। বালুরঘাটে ২৫ হাজারের মতো ভোটে এꦓগিয়ে সুকান্ত মজুমদার।
04 Jun 2024, 04:13 PM IST
নিশীথ হারলেন কোচবিহারে
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিℱহౠার কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী।
দুপুর পর্যন্ত বিজেপি এখনও এগিয়ে বা জয়ী ২৪২টি আসনে, এদিকে জনতা ꦛদল ইউনাইটেড এগিয়ে ১৫টি আসনে, টিডিপি এগিয়ে ১৬টি আসনে। এলজেপি এগিয়ে ৫টি ಌআসনে, শিবসেনা (একনাথ শিন্ডে) এগিয়ে ৫ আসনে, জনতা দল সেকুলার এগিয়ে ২ আসনে, জনসেনা এগিয়ে ২ আসনে। এদিকে কংগ্রেস এগিয়ে ১০০টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে ৩৩ আসনে। তৃণমূল এগিয়ে ২৯টি আসনে, ডিএমকে এগিয়ে ২১টি আসনে।
04 Jun 2024, 03:46 PM IST
জয়ী কীর্তি আজাদ, মহুয়া
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জিতে গেলেন তৃণমূলের কীর্তি আজাদ। মেদিনীপুর থেকে রাঢ় বঙ্🍸গে গিয়ে হারতে হল দিলীপ ঘোষকে। কৃষ্ণনগরে জয়ী হলেন মহুয়া মৈত্র। হারলেন বিজেপির প্রার্থী রানি মা অমৃতা রায়।
04 Jun 2024, 03:39 PM IST
বাংলায় কংগ্রেসের খাতা খুলছে ইশার হাত ধরে
দক্😼ষিণ মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রাথী ইশা খান চৌধুরী ৭৩৫৭৭ ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
04 Jun 2024, 03:36 PM IST
কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এলেন মুকুটমণি
হঠাৎই ভোট গণনা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মানুষ তাকে⛎ দুহাত তুলে আশীর্বাদ করেছে, কিন্তু বেশ কয়েক জায়গায় হয়তো আমাদের কোথাও খামতি ছিল সেই কারণে ফলাফল ভালো হয়নি। কিন্তু এখনও গণনা বাকি আছে। আমি আশাবাদী জয়লাভ করব।’
04 Jun 2024, 02:51 PM IST
অযোধ্যায় পিছিয়ে বিজেপি
যে ফৈজাবাদ লোকসভা 🌺কেন্দ্রে রামমন্দির তৈরি হয়েছে, সেই কেন্দ্রে এখনও পিছিয়ে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকটাই এগিয়ে এনডিএ-র থেকে।
04 Jun 2024, 02:18 PM IST
মোদীর পদত্যাগের দাবি করল কংগ্রেস
সোশ্যাল মিডিয়া বার্তায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বললেন, তিনি ভান করতেন যে তিনি অসাধারণ। এখন প্রমাণিত হয়েছে বিদায়ী প্রধানমন্ত্রী ‘প্রাক্তন’ হতে চলেছেন। তিনি এবার নৈতিক𝕴 দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন। এটাই এই ♐নির্বাচনের বার্তা।
04 Jun 2024, 01:45 PM IST
হার স্বীকার ওমর আবদুল্লার, মেহবুবা মুফতিও পিছিয়ে
বারামুল্লায় হেরে গেলেন ওমর আবদুল্লা। তিনি নির্দল ইঞ্জিনিয়ার রশিদের কাছ♉ে হার স্বীকার করেছেন। এদিকে মেহবুবা মুফতিও পিছিয়ে আছেন।
04 Jun 2024, 01:20 PM IST
উত্তর মালদায় এগিয়ে বিজেপি, দক্ষিণে এগিয়ে কংগ্রেস
উত্তর মালদার বি💎জেপি প্রার্থী খগেন মু্র্মু এগিয়ে। দক্ষিণ মালদার কংগ্রেসের প্রার্থী🐻 ২৬৮৬৭২ এগিয়ে।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের 🍸তಌৃণমূল প্রার্থী বাপি হালদার ইতিমধ্যে প্রায় ৭০ হাজার ভোটে এগিয়ে রয়েছে। জয়ী আনন্দে গঙ্গাসাগরের মন্দিরতলা সবুজ আবিরে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা।
04 Jun 2024, 01:06 PM IST
তৃণমূলই এগিয়ে বহরমপুরে
ষষ্ঠ রাউন্ড শেষে শতাব্দী রায় এগিয়ে ৬২,১৯৭ ভোটে। বহরমপুর লোকসভা আসনে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৮৬ ভোট, বিজেপি পেয়েছ꧟ে ১ লাখ ৩৮ হাজার ১৪৮ ভোট, কংগ্রেস এগিয়ে ১ লাখ ৫৮ হাজার ১৪৯ ভোট। আপাতত তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান ২০ হাজার ৩৩৭ ভোটে এগিয়ে বহরমপুর আসনে।
04 Jun 2024, 01:02 PM IST
মহারাষ্ট্রে মহাবিকাশের জয়জয়কার
অজিত পাওয়ারের স্ত্রী তথা বৌদির বিরুদ্ধে লড়ে মহারাষ্ট্রের বারামতী থেকে এগিয়ে আছেন সুপ্র🧜িয়া সুলে। মহারাষ্ট্রে এনডিএ ২০-র কম আসনে এগিয়ে। এদিকে সেই রাজ্যে অধিকাংশ আসনে এগিয়ে কংগ্রেস-এনসিপি-শিবসেনা (উদ্ধব)-এর মহাবিকাশ অঘাড়ি জোটের।
04 Jun 2024, 12:39 PM IST
উত্তরপ্রদেশে কোন হেভিওয়েটের হাল কেমন?
প্রাথমিক ভাবে পিছিয়ে পড়েও মোদী ৭৬ হাজার ভোটে এগিয়ে গিয়েছে বারাণসীতে।꧅⛦ এদিকে আমেঠিতে স্মৃতি ইরানি আরও অনেক পিছিয়ে পড়েছে। রাজনাথ সিং ১ লাখ ভোটে এগিয়ে। রাহুল গান্ধী দেড় লাখ ভোটে এগিয়ে। মানেকা গান্ধী পিছিয়ে ১০ হাজার ভোটে।
বিজেপি সাংসদ এবং ইউপির মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী বলেন, ‘...এই মুহূর্তেℱ এটি একটি খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং আমি নিশ্চিত যে আমাদের দল ফের ক্ষমতায় আসবে এবং আমরা অবশ্যই সরকার গঠন করব। আমিও খুব ভালো লিড পাচ্ছি। মথুরা থেকে এখন সཧবকিছু ঠিকঠাক চলছে…’
04 Jun 2024, 10:06 AM IST
শ্রীরামপুর, দক্ষিণ কলকাতায় এগিয়ে তৃণমূল
শ্রীরামপুরে ১৩৪৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১২,৪৯১ ভোটে এগি🍎য়ে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়।
ফের একবার এগিয়েജ গেলেন নরেন্দ্র মোদী। তবে এরই মধ্যে ‘ট্রেন্ড’ খুঁজে পাচ্ছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, এটা আগামীর ট্রেলার। এদিকে গান্ধীনগরে শাহ এগিয়ে গিয়েছেন ২ লাখ ভোটে।
04 Jun 2024, 09:55 AM IST
হাড্ডাহাড্ডি লড়াই বাংলার বেশ কিছু আসনে
বীরভূমে ৭০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মালদা উত্তর দ্বিতীয় রাউন্ড গণনা শেষে উত্তর মালদহ কেন্দ্রে ১০১১৯ ভোটে এগিয়ে বিজꦓেপি। মালদা দক্ষিণ কেন্দ্রে ৫২৪০ ভোটে এগিয়ে গেল বিজেপি। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ৫০ হাজার ভোটে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ওদিকে প্রথম রাউন্ডের গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১৭৭৭ ভোটে এগিয়ে।
আন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জের একমাত্র লℱোকসভা আসনে এগিয়ে আছে বিজেপি। এই কেন্দ্রে প্রচার ক🌟রতে বাংলা থেকে গিয়েছিলেন দিলীপ ঘোষ।
04 Jun 2024, 08:33 AM IST
ব্যারাকপুরে ভোটগণনা কেন্দ্রে উত্তেজনা
সময়ের অ꧅নেক পরে ব্যারাকপুরে শুরু ভোট গণনা। এই আবহে সুরেন্দ্রনাথ কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে এজেন্টদের কড়া চেকিং চলছে। এই আবহে বচসা শুরু হয়েছে।
পোস্টাল ব্যালটে বিজেপি বাংলায় এগিয়ে গিয়েছে ৭টি আসনে আর তৃণমূল প্রাথমিক ভাবে এগিয়ে ৫টি আসনে। আর গোটা দ🐭েশে এনডিএ এগিয়ে গিয়েছে ১৪৯টি আসনে🃏। ইন্ডিয়া ব্লক এগিয়ে ৬২ আসনে।
04 Jun 2024, 08:10 AM IST
গণনাকেন্দ্রে প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ দিলীপ ঘোষের
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার ইউআইটি-তে প্রশাসনের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল ৬টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। যার ফলে কাউন্টিং গেটের সামনে এখনও লম্বা লাইনে অপেক্ষা ꧅করতে হচ্ছে কাউন্টিং এজেন্টদের। দিলীপ ঘোষ অভিযোগ করেন, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হতে পারে।
পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই দেশের ২৩টি আসনে এগিয়ে গিয়েছে ২৩টি আসনে। ইন্ডিয়া ব্লক এগিয়ে ১১টি আসনে। এদিকে আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা এগিয়ে আছেন। বিজেপি বাংলার আরও একটি আস♊নে এগিয়ে পোস্টাল ব্যালটে।
04 Jun 2024, 08:04 AM IST
শুরু পোস্টাল ব্যালটের গণনা
আটটা বাজতেই দেশে শুরু হল ভোটগণনা। প্রথম পোস্টাল ব্যালটের গণনার মাধ্যমে শুরু হবে গণনা প্রক্রিয়া। অনেক জায়গায় আবার এখনও কাউন্টিং এজেন্ট ঢুকছে। পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই কিছুটা এগিয়ে গেল এনডিএ। ইন্ডিয়া ব্লক ৫টি আসনে এগিয়ে। এনডিএ ১০টি আসনে এগিয়ে।&💜nbsp;
04 Jun 2024, 07:51 AM IST
‘দেশ প্রধানমন্ত্রী মোদীর উপর আস্থা রেখেছেন’, দাবি রবি কিষণের
বিজেপি সাংসদ তথা গোরক্ষপুরের প্রার্থী রবি কিষাণ বলেন, 'এটি ঐতিহাসিক… রাম রাজ্য চলবে। বিশ্বের সবচেয়ে বড় নেতা তৃতীয়ব🐲ারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন... দেশের মানুষ൩ দেশকে জয়ী করেছে। দেশ প্রধানমন্ত্রী মোদীর উপর আস্থা রেখেছেন..."
04 Jun 2024, 07:43 AM IST
বাংলায় ভোটগণনা প্রভাবিত করতে পারে আইপ্যাক, অভিযোগ বিজেপির
ভোটগণনা কেন্দ্রের আশেপাশে আইপ্যাক⛦ের লোকেরা ঘোরাফেরা করছে বলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। এই নিয়ে অর্জুন সিং দাবি করেন, সিদ্ধার্থ ও কুণাল নামে আই প্যাক সংস্থার দুই কর্মী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্রের জন্য নিয়োগ করা হয়েছে। পুরুলিয়াতেও আইপ্যাক কর্মীরা ভোটগণনা প্রভাবিত করতে পারে বলে অভিযোগ বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর। এই বিষয়ে নির্বাচন আধিকারিকদের অভিযোগ করা হবে বলে জানান পুরুলিয়ার বিজেপি প্রার্থী।
04 Jun 2024, 07:36 AM IST
ভোটগণনার আগে হুমানজির পুজো অর্জুনের
সকাল সক🦋াল ব্যারাকপুর বজরংবলি মন্দিরে পুজো দিয়ে ভোট গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘ঠিকঠাক ভাবে যাতে ভোটগণনা হয়, তা দেখার কাজ প্রশাসনের। আর যদি প্রশাসন ফেল হয়, তাহলে তা বজরংবলি আছেন।’
04 Jun 2024, 07:34 AM IST
কাঁথি গণনা কেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’
কাঁথি প্রভাত কুমার কলেজের সামনে উত্তেজনা ভোটಌ গণনা শুরুর আগেই। কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গণনা🌜 হবে এখানেই। এই আবহে সকাল থেকেই বিজেপি, তৃণমূলের সমর্থক ও কর্মীদের ভিড় গণনা কেন্দ্রের আশেপাশে। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাউন্টিং এজেন্টেদের গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এরই মাঝে দুই পক্ষের এজেন্টরা ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়।
04 Jun 2024, 07:31 AM IST
একে একে খুলে যাচ্ছে স্ট্রংরুম
মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কর্ণাটকের বেঙ্গালুরু, একে একে খোলা ♛হচ্ছে স্ট্রংরুম। বাংলার বিভিন্ন গণনা কেন্দ্রেও প্রার্থী এবং 🦂কাউন্টিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন সকাল সকাল। আর আধঘণ্টার মধ্যে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে সব কেন্দ্রেই।
04 Jun 2024, 07:30 AM IST
পঞ্জাবে ৮ থেকে ৯টি আসন জেতার দাবি কংগ্রেসের
অমৃতসরের কংগ্রেস প্রার্থী গুরজিত সিং আউজলা বলেন, ‘১৮তম লোকসভার জন্য গণনা শুরু হতে চলেছে আর কিছুক্🌠ষণে। দেশে একটি নতুন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠিত হবে। আমরা আশা করি দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গঠ꧟ন করবে। পঞ্জাবে, আমরা (কংগ্রেস) জিতব। আমরা ৮ থেকে ৯টি আসনে জিতব। সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট ২৯৫টির বেশি আসনে জিতবে দেশে।’ উল্লেখ্য, পঞ্জাবে আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধেই লড়েছে।
04 Jun 2024, 07:25 AM IST
অমিত শাহ ১০ লাখ ভোটে জিতবেন শাহ, দাবি সানন্দের বিজেপি বিধায়কের
সানন্দের বিধায়ক কানু প্যাটেল দাবি করলেন, অমিত শাহ এই নির্বাচনে ১০ লাখ ভোটের ব্যবধানে জিততে পারেন। তিনি ভোটগণনা☂ শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখান (গান্ধীনগর) থেকে বিশাল ব্যবধানে জিততে চলেছেন। আমরা গান্ধীনগর লোকসভা থেকে একটি খুব বড় লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা ১০ লাখের বেশি লিড পাওয়ার কথা ভাবছি…’
04 Jun 2024, 07:23 AM IST
ইভিএম ইস্যুতে বড় দাবি জয়পুরের কংগ্রেস প্রার্থীর
ইভিএম নিয়ে উত্থাপিত সংশয়ের বিষয়ে কংগ্রেস নেতা তথা জয়পুর আসনের প্রার্থী প্রতাপ সিং খাচার💖িয়াওয়াস বললেন, ‘যদি ইভিএম নিয়ে এত প্রশ্ন উঠে থাকে, এই নির্বাচন প্রক্রিয়ার পরে, নির্বাচন কমিশনের এগিয়ে আসা উচিত এবং জনগণের সামনে এই ইভিএম রেখে বলা উচিত - এই হলে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে… এখানে সবার সামনে বসে এটা হ্যাক করার চেষ্টা করুন... তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। এই বিষয়ে ইসিকে স্বচ্ছ হতে হবে... যদি কেউ ইভিএম হ্যাক করতে পারে তাহলে তাঁকে পুরস্কৃত করতে হবে…’
04 Jun 2024, 07:13 AM IST
‘৪০০ পার’-এর দাবি ভোট গণনার সকালেও
উত্তর পশ্চিম দিল্লির বিজেপি প্রার্থী যোগেন্দ্র চন্দোলিয়া ভোটগণনা শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেন, '...এক্সিট পোল শুধু একটা কথা বলছে '৪০০ পার'... তবে এটা বিরোধীদের বদ অ꧑ভ্যাস যে তারা কিছু মেনে নেয় না। তবে তাদের আজকের এই ম্যান্ডেট মেনে নিতে হবে। নরেন্দ্র মোদী দেশের জন্য গত ১০ বছর যাই করেছেন… জনসাধারণ ভোটের এই দিনটির জন্য অপেক্ষা করছিল। সকাল ৮টায় শুরু হবে গণনা। আমি নিশ্চিত যে দুপুর ১২টার মধ্যে যে প্রবণতা সামনে আসবে… তাতেই নিশ্চিত হবে যে মোদী প্রধানমন্ত্রী হবেন। বিকেল ৪টের মধ্যে '৪০০ পার' হবে…'
04 Jun 2024, 07:10 AM IST
উৎসবের মেজাজে বিজেপি
লোকসভা নির্বাচনের ফলাফলের আগে দিল্লিতে বিজেপির সদর দফতরে তৈরি হচ্ছে লুচি-সবজি ও ম🔯িষ্টি।
কংগ্রেস সাংসদ তথা চণ্ডীগড়ের দলীয় প্রার্থী মণীশ তিওয়ারি ভোট গণনা শুরুর আগে সংবাদমাধ্যমকে বললেন, ‘আজ মঙ্গলবার, হনুমানজির দিন। মানুষ তাদের মতামত প্রকাশ করেছে। মতামত ইভিএমে নথিবদ্ধ হয়েছে। ইভিএম খুললেই মতামত বেরিয়ে আসবে। জনগণের সিদ্ধান্ত যাই হোক না🤡 কেন আমরা তা মাথা পেতে গ্রহণ করব। এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি।’
04 Jun 2024, 07:02 AM IST
উত্তরপ্রদেশে বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করার অভিযোগ অখিলেশের
উত্তরপ্রদেশে বেআইনিভাব൩ে বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ অখিলেশ যাদবের। বহু জায়গায় জেলাশাসকরাও এই কাজ করছেন বলে অভিযোগ সমাজবাদী পার্টির।
শিলিগুড়িতে বিজেপির কাউন্টিং এজেন্টদের পুলিশ ফোন করছে বলে অভিযোগ করলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে🅠 পোস্ট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগেন। শিলিগুড়ি প্রধান নগর থানার এসআই বিশ্বদীপ বর্মণের নাম নিয়ে সরাসরি অভিযোগ করেন বিজেপি নেতা।
04 Jun 2024, 06:53 AM IST
ভোটগণনা শুরুর আগেই বাংলায় ঝরল রক্ত
ভাঙ্গড় দু'নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতা বেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ ভোটগণনা শুরুর আগেই। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন ৫ জন। জখম ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইএসএফ-এর একজন পঞ্চায়েত সদস্য। নাম আজহারউদ্দিন। পুলিশ সূত্রের খবর , পানাপুকুর এলাকায় বোমা তৈরির সময়ে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। জখম পাঁচজনকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেꦍ নিয়ꦺে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে বেশ কিছু বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম মেলে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানা পুলিশ উপস্থিত হয়।
04 Jun 2024, 06:51 AM IST
১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত কমিশনের
ভোট গণনার পরও আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'আমাদের মনে হয় না যে𝔍, ভোট পরবর্তী হিংসা হবে। কিন্তু যদি তা হয়, সে ক্ষেত্রে ভোটের ফলের পরেও মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী তখন থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। কারণ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তখন রাজ্যের উপরে।'
04 Jun 2024, 06:49 AM IST
‘জনমঞ্চ’ নামে একটি নতুন পোর্টাল চালু করেছেন রাজ্যপাল বোস
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ভোটের পরে যে কোনও হিংসার মোকাবিলার জন্য জনমঞ্চ নামে একটি নতুন পোর্টাল চালু কর🔥েছেন। Janmanch.rajbhavankolkata@gmail.com - এই ইমেলের মাধ্যমে এখানে যে কেউ ভোট পরবর্তী হিংসা সংক্রান෴্ত অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করেও অভিযোগ করা যাবে।
হুগলি লোকসভার অন্তর্গত বিজেপির যে সকল কাউন্টিং এজেন্টরা 𒆙গণনাকেন্দ্রে থাকবেন, তাঁদের নারি সোমবার রাতে ফোন করে বিভিন্ন থানা থেকে হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের🦋 বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
04 Jun 2024, 06:37 AM IST
দিল্লিতে তোড়জোড় ইন্ডিয়া জোটের
এদিকে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিতে এগিয়ে রাখা হলেও 🍨আগেভাগে যুদ্ধের ময়দান ছাড়তে নারাজ ইন্ডিয়া ব্লক। এই আবহে বুধবার সকাল পর্যন্ত ইন্ডিয়া ব্লকের সব দলের শীর্ষ নেতাদের দিল্লিতে থাকতে বলেছে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে আসতে বলা হয়েছে। সংবাদসংস্থা এএনআই🐓 সূত্রে খবর, সেই বিষয়ে ভেবেচিন্তে দেখছেন মমতা। এর আগে ১ জুনে জোটের বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
04 Jun 2024, 06:31 AM IST
এক্সিট পোলকে ‘মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ কংগ্রেসের
এদিকে কংগ্রেস এই সব এক্সিট পোলকে ‘মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রไকাশ করেছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তাঁর দাবি, ক🐷ংগ্রেস ১২০ থেকে ১২৫ টি আসন পেতে পারে এই ভোটে।
04 Jun 2024, 06:27 AM IST
এনডিএ ৩৫৩ থেকে ৩৮৩ আসনে জিততে পারে বলে দাবি সি ভোটারের
এবি♒পি নিউজ-সি ভোটারের পূর্বাভাস, এনডিএ ৩৫৩ থেকে ৩৮৩, ইন্ডিয়া ব্লক ১৫২ থেকে ১৮২ এবং অন্যেরা ৪ থেকে ১২টি লোকসভ🌞া আসনে জিততে পারে। তাদের দাবি, বিজেপি এবার কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে খাতা খুলতে পারে। এদিকে তেলঙ্গনায় ১৭টির মধ্যে ৭ থেকে ৯টি আসনে তারা জিততে পারে। মহারাষ্ট্রে অবশ্য ইন্ডিয়ার সাথে এনডিএ-র কড়া টক্কর হতে পারে। কর্ণাটকে অধিকাংশ আসনে আবার বিজেপি-জেডিএস জোট জিততে পারে। ওড়িশাতে ২১টির মধ্যে ১৭ থেকে ১৯টিতেই জিততে পারে বিজেপি। এছাড়া উত্তর ভারতে বিজেপির একচেটিয়া আধিপত্য বজায় থাকার ইঙ্গিত মিলেছে এই সমীক্ষায়।
04 Jun 2024, 06:26 AM IST
৪০০-র ম্যাজিকাল গণ্ডি পার করতে পারবে বিজেপি?
নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ এবারের নির্বাচনে ৪০০-র ম্যাজিকাল গণ্ডি পার করতে পারে। এর মধ্যে নিউজ ২৪-টুডেজ চাণক্যের মতে এবারে ইন্ডিয়ার দলগুলি 💧সম্মিলিত ভাবে মাত্🃏র ১০৭টি আসনে জিততে পারে। এনডিএ ৪০০ পেতে পারে। এর মধ্যে বিজেপি একা ৩৩৫টি আসনে জিততে পারে।
04 Jun 2024, 06:26 AM IST
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় কী বলা হয়েছিল?
এদিকে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ এবারের নির্বাচনে ৪০০-র ম্যাজিক🌠াল গণ্ডি পার করতে পারে। তাদের সমীক্ষার ইঙ্গিত, এনডিএ ৩৬১ থেকে ৪০১, ইন্ডিয়া ব্লক ১৩ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ১ থেকে ১৬৬ এবং অন্যেরা ৮ থেকে ২০টি আসনে জিততে পারে।
04 Jun 2024, 05:59 AM IST
কী বলছে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট?
এক্♏সিট পোলের হিসাব মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, এই এক্সিট পোল ভুয়ো। অভিষেকেরও দাবি, এক্সিট পোলের সব সমীক্ষা ভুল প্রমাণিত হবে। এরই মাঝে তৃণমূল নাকি বাংলার সব জেলা থেকে রিপোর্ট সংগ্রহ করেছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্য়ে যদি ফলাফল খুব খারাপও হয় তবে শাসকদল অন্তত ২৬ আসনে জিততে পারে। সেই সঙ্গেই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে ৬টি আসনে হাড্ডাহা𒈔ড্ডি লড়াই হতে পারে।
04 Jun 2024, 05:59 AM IST
জন কি বাতের সমীক্ষা কী বলেছে?
জন কি বাতের সমীক্ষা অনুযায়ী, ২১-২৬টি আসনে জিততে পারে বিজেপি। তৃণমূল জিততে পারে ১৬-১৮টি আসনে। সর্বোচ্চ দুটি আসনে জিততে 𝔉পারে কংগ্রেস। সর্বোচ্চ একটি আসনে জিততেꦡ পারে বামেরা।
04 Jun 2024, 05:55 AM IST
পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে রিপাবলিক কী বলছে?
রিপাবলিক ভারত এবং ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি ২১-২৫টি আসনে জিততে পারে। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৬-২০টি আসন। সর্বাধিক একটি আসনে জিততে পারে কংগ্রেস। বাম কোনও আসন পাবেন না। এদিকে রিপাবলিক বাংলার বুথফেরত সমীক্ষা🦂 অনুযায়ী, ২২টি আসনে জিততে পারে ཧবিজেপি। ২০টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। বামেরা এবং কংগ্রেস পুরোপুরি সাফ হয়ে যেতে পারে।
04 Jun 2024, 05:46 AM IST
তৃণমূল নেমে যেতে পারে ১৩ আসনে?
এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার রাজ্যে ১৩-১৭টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। ৪১.৫ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি�� জিততে পারে ২৩-২𒅌৭টি আসনে। বিজেপি পেতে পারে ৪২.৫ শতাংশ। বাম-কংগ্রেস জোট জিততে পারে একটি থেকে তিনটি আসনে। ১৩.২ শতাংশ ভোট পেতে পারে।
04 Jun 2024, 05:46 AM IST
মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষার দাবি, বাংলায় ৩০ ছুঁতে পারে বিজেপি!
ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, বিজেপি জিততে পারে ২৬-৩১টি আসনে। তৃণমূল ১১-১৪টি আসনে জিততে পারে। বাম এবং কংগ্রেস সর্বা🐎ধিক দুটি আসনে জিততে পারে। ৪৬ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। ৪০ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ১২ শতাংশ আসন পেতে পারে বাম এবং কংগ্রেস।
04 Jun 2024, 05:46 AM IST
বাংলায় ২৪টি আসন পেতে পারে বিজেপি?
নিউজ২৪ এবং টুডেজ চাণক♋্যের বুথফেরত সমীক্ষা অনুয♉ায়ী, এবার লোকসভা নির্বাচনে ২৪টি (প্লাস-মাইনাস ৫) আসনে জিততে পারে বিজেপি। তৃণমূল জিততে পারে ১৭টি আসনে (প্লাস-মাইনাস ৫)। কংগ্রেস সর্বাধিক একটি আসনে জিততে পারে।
04 Jun 2024, 05:45 AM IST
কী বলেছে সিএন নিউজের বুথফেরত সমীক্ষা?
সিএন নিউজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ২০-২৫টি আসন। ১৬-২১টি আসন জিততে পারে বিজেপি💦। বাম এবং কংগ্রেসের ঝুলিতে একটি বা দুটি আসন যেতে ✃পারে। গতবার বামেরা কোনও আসন না পেলেও কংগ্রেস দুটি আসন পেয়েছিল।
04 Jun 2024, 05:34 AM IST
নেহরুর হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করার সুযোগ মোদীর সামনে
আজকে যদি মোদী ফের একবার জিততে সক্ষম হন, তাহলে তিনি জওহরলাল নেহরুর হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করবেন। এএনআই-এর রিপোর্টে দাবি করা হয়েছে, নিরাপত্তা এজেন্সিগুলি ইতিমধ্যেই মোদীর শপথের তোড়জোড় শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এবারে ভোটে জিতলে মোদী রাষ্ট্রপ♎তি ভবনে নয়, বরং কর্তব্য পথে শপথ নিতে পারেন।
04 Jun 2024, 05:34 AM IST
৮টা শুরু ভোট গণনা
আজ সকাল আটটায় পোস্টার ব্যালটের গণনার মাধ্যমে শুরু হবে লোকসভা নির্বাচনের ফল প্রꦆকাশের প্রক্রিয়া। এরপর ধাপে ধাপে এক এক রাউন্ড করে এগোবে গণনা। আজ প্রথমে পোস্টাল ব্যালট গণনার পরে ইভিএমের ভোট গণনা হবে। তারপর শেষে ভিভিপ্যাটেল স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখা হেব বিভিন্ন জায়গায়।
04 Jun 2024, 05:34 AM IST
‘৪০০ পার’ নাকি ‘২০০৪-এর পুনরাবৃত্তি’?
'৪০০ পার' স্লোগান দিয়ে এবারের ভোট প্রচার চালিয়েছে বিজেপি। অপরদিকে নির্বাচন সম্পন্ন হওꦫয়ার পরে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে, ইন্ডিয়া ব্লক অন্তত পক্ষে ২৯৫টি আসনে জিততে চলেছে। কার দাবি সত্যি হবে, কে দেশে সরকার গঠন করবে, তার জবাব মিলবে আর কিছুক্ষণেই। একদিকে মোদী যেথানে হ্যাটট্রিকের আশায় বুঁদ, অপরদিকে ২০০৪ সালের মতো 'অপ্রত্যাশিত' জয়ের স্বপ্ন দেখছেন বিরোধীরা। শেষ পর্যন্ত কার আশা পূরণ হবে, তার জবাব মিলতে শুরু কর♍বে সকাল আটটা থেকে।