লোকসভার অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে যুবক ও যুবতীর ঝাঁপ ও স্লোগান দেওয়ার ﷽ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাঁর অভিজ্ঞতার কথা জানালেন। সংসদ হামলার বর্ষপূর্তির দিন বুধবার দুপুর দেড়টা নাগাদ লোকসভায় ওই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়েছে। যুবক ও যুবতী যখন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেন তখন বক্তব্য রাখছিলেন খগেনবাবু।
খগেনবাবু বলেন, লোকসভার প্রশ্নোত্তর পর্বে স্পিকারের অনুমতি নিয়ে আমি আমার প্রশ্ন উত্থাপন করছিলাম। আমি ৩০ সেকেন্ড হয়তো বলেছি, তখনই পিছনে আমার ডান দিকের গ্যালারি থেকে🐠 এক যুবক চেম্বারে ঝাঁপ দেয়। আমি ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপাঠ শেষ করতে হয় বলে প্রথমে থামিনি। ফের স্পিকারের দিকে তাকিয়ে প্রশ্ন পাঠ করতে থাকি। তখন দেখি আমার সামনে থাকা সাংসদরা হই হই করে ওই যুবককে ধরতে ছোটেন। নিরাপত্তাকর্মীরাও এগিয়ে আসেন। এর মধ্যে এক যুবতী গ্যালারি থেকে ঝাঁপ দেন। সবাই মিলে ২ জনকে ধরে ফেলেন। তবে তার আগে তারা জুতোয় রাখা কোনও রাসায়নিক কক্ষে ছড়িয়ে দেয়। যার জেরে গোটা কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এর মধ্যে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
খগেনবাবু আরও জানান, ওই ২ যুবক যুবতী স্লোগা♑ন দিচ্ছিলেন। তবে কী স্লোগান দিচ্ছিলেন তা শোরগোলের মধ্যে শোনা যায়নি।
লোকসভায় এহেন অনুপ্রবেশে সংসদের নিরাপত্তা নি𒀰য়ে প্রশ্ন উঠেছে। সংসদ হামলার বর্ষপূর্তিতে কী করে ২ জন রাসায়নিক নিয়ে সংসদের দর্শক গ্যালারিতে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সাংসদরা।