সস্তায় ইন্টারনেট পরিষেবা ব্যবহারের দিন শেষ। এবার গুনতে হবে বাড়তি টাকা। এমনটাই ইঙ্গিত দিলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তিনি জানান, ১৬০ টাকায় মাসিক ১৬ জিবির পরিবর্তে ১.৬ জিবি ডেটা মিলতে পারে। ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যানকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই বলেছে, ‘আপনারা এই দামে প্রতি মাসে ১.৬ জিবি ডেটা ব্যবহার করুন নাহলে আপনাকে বেশি টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হতে পারে। আমরা আমেরিকা বা ইউরোপের মতো ৫০-৬০ ডলার (ভারতীয় মুদ্রায় মোটামুটি ৩,৭০০-৪,৪০০ টাকা) চাই না। কিন্তু দু'ডলারে প্রতি মাসে (ভারতীয় মুদ্রায় ১৬০ টাকার মতো) ১৬ জিবি (ডেটা) দেওয়া কার্যকরী নয়।’ অর্থাৎ এয়ারটেলে গ্রাহকদের প্রতি এক জিবি ডেটার জন্য ১০০ টাকা দিতে হবে। আগে ১৬০ টাকায় যে ১৬ ডিবি ডেটা মিলত, সেই পরিমাণ ডেটার জন্য গ্রাহকদের পকেট থেকে ১,৬০০ টাকা খসবে। মিত্তলের মতে, ১৬০ টাকায় ১৬ জিবি ডেটা চাওয়া ব্যবসার পক্ষে ভয়াবহ ঘটনা। সেই দামে গ্রাহকদের ১.৬ জিবি ডেটা ব্য়বহার করতে দেওয়া উচিত। বর্তমানে ১৯৯ টাকায় ২৪ দিনের জন্য দৈনিক এক জিবি ডেটার অফার দেয়। ভবিষ্যতে একধাক্কায় কমিয়ে দিতে পারে এয়ারটেল।