উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে অগ্নিকাণ্ড দোলপূর্ণিমার সকালে। এই অগ্নিকাণ্ডে পুরোহিত সহ অন্তত ১৪ জন ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, দোল পূর্ণিমা উপলক্ষে আজ ভোরে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই সময় ভস্ম আরতি চলাকালীন অগ্নিকাণ্ডটি ঘটে। জানা যাচ্ছে, আরতি চলাকালীন ওপর থেকে আবির পড়ে। এর জেরেই হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় গর্ভগৃহে ছিলেন ৫ পুরোহিত এবং বেশ কয়েকজন ভক্ত। তারা গুরুতর ভাবে আহত হন। (আরও পড়ুন: ভারত গুরুত্বপূর্ণ পার🐎্টনার, বললেন পাক বিদেশমন্ত্রী, বড় পদক্ষেপের পথে ইসলামাবাদ?)
আরও পড়ুন: ১ দশক পর PSC-র মাধ্যমে ♑সরকা♈রি শিক্ষক নিয়োগ বাংলায়, জানুন বেতন কাঠামো, ডিএ-র বিশদ
দাবি করা হচ্ছে, আরতি চলাকালীন আবিরের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটে। রাসায়নিক প্রতিক্রিয়ার জেরেই এই আগুন লাগে। এদিকে ছোট্ট গর্ভগৃহে অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন ছিলেন। এর জেরে অগ্নিকাণ্ডের পরপরই আগুনে ঝলসে যান তারা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ মন্দিরে পৌঁছায়। সেখানে উপস্থিত ভক্তদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আহতদের উদ্ধার করা হয় এবং জেলা হাসপাতালে ভরতি করা হয়। (আরও পড়ুন: JNU ছাত্র সংস🌜দ ভোটে লালঝড়, সহসভ🍌াপতি হলেন রামকৃষ্ণ মিশনে পড়া শিলিগুড়ির তরুণ)
আরও পড়ুন: 'প্রেশার গেমে' রাজ𒐪ু ভাঙলেন 'ট্রেন্ড', BJP বিধায়কের বিদ্রোহে গরমিল হতে পꦿারে অঙ্ক?
রিপোর্ট অনুযায়ী, মহাকাল মন্দিরের গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর পাত রয়েছে। এদিকে দোল উৎসবের সময় আবিরের রং যাতে সেই রুপোর পাতে না লেগে যায়, তার জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। এদিকে গর্ভগৃহে পুরোহিতদের আবির খেলার সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর আবির পড়ে। এর জেরে অগ্নিকাণ্ড শুরু হয়। পরে শিবলিঙ্গের ওপরে থাকা ফ্লেক্সে সেই কর্পূর গিয়ে পড়লে আগুন আরও ছড়িয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কেউ যাতে পদপিষ্ট হয়ে আহত না হয়, তার ব্যবস্থা করা হয়। (আরও পড়ুন: 'মে𓆏দিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলাম, তবে...', 'অভিমান ভুলে' ছক্কা হাঁক𒊎ালেন দিলীপ)
আরও পড়ুন: দার্জিলিঙে রাজুকেই প্রার্থী করল BJP, আনন্দে নাচ পাহাড়ের বিধায়কের, ভাইরাল ভিড👍🉐িয়ো
এদিকে মহাকাল মন্ဣদিরের অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, আহতদের চিকিৎসার বন্দোবস্ত করেছে সরকার। মন্দিরে অগ্নিদগ্ধ হওয়াꩲ ভক্তদের দ্রুত আরোগ্য কামনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।