শিবসেনার কোনও নেতা মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সেই 'ইচ্ছাপূরণ' করল বিজেপি। শিব🧸সেনা বিধায়ক একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে দিল গেরুয়া শিবির। যে পদক্ষেপকে মাস্ট্রারস্ট্রোক বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বুধবার উদ্ধব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর থেকে কানাঘুষো চলছিল, একনাথকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। হাতে বেশি বিধায়ক থাকায় আবারও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন দেবেন্দ্র ফড়ণবীস। কিন্তু ব🐎ৃহস্পতিবার চমক দেয় বিজেপি। শিন্ডেকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা🍃। আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে তিনি শপথগ্রহণ করবেন।
আরও পড়ুন: News Live: 'বালাসাহেবের সৈনিককে মুܫখ্যমন্ত্রী করায় ফড়ণবীসকওে ধন্যবাদ',বললেন একনাথ
বিজেপির সেই সিদ্ধান্তকে মাস্ট্রারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি ভালোমতোই জানে যে রাজনৈতিক চাবিকাঠি ত﷽াদের হাতেই থাকবে। কিন্তু শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর ফলে জনমানসে বার্তা যাবে যে ক্ষমতা দখলের জন্য উদ্ধব সরকারকে ‘ফেলেনি’ বিজেপি।
সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে ফড়ণবীসের কথার ছত্রে ছত্রে শিবসেনাকে বড় করে দেখানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উদ্ধবের আমলে যে শিবসেনা নিউক্লিয়াস পালটে গিয়েছে এবং হিন্দুত্বের মুখে বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছে, তা তুলে ধরতে আপ্রাণ চেষ্টা করেছেন ফড়ণবীস। যাতে উদ্ধব সরকার পড়ে যাওয়ার যাবতীয় দায় বালাসাহেবের ছেলের উপর গিয়ে পড়ে এবং সহানুভূতি কোন🐷ও জায়গা না পান। বরং ‘রক্ষাকর্তা’ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে বিজেপি। সেই রেশ ধরে শ𒊎িন্ডেও বলেন, 'বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী করায় ফড়ণবীসকে ধন্যবাদ।'