এসপার-ওসপ💙ার ভেবে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সুপ্রিম কোর্টে আস্থাভোট ‘গ্রিন সিগন♉্যাল’ পাওয়ার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন উদ্ধব ঠাকরে। ছেড়ে দিলেন বিধান পরিষদের সদস্যপদও। উদ্ধব বলেন, 'এসব খেলা খেলতে চাই না।'
বুধবার সকালে মহারাষ্ট্রের বিধানসভার সচিবকে চিঠি পাঠিয়ে আগামিকাল সকাল ১১ টায় আস্থাভোটের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি।সেই⛦ নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন উদ্ধবরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা শুনানি চলে। কিছুক্ষণ বিরতির পর আস্থাভোটে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, ‘আমরা নোটিশ জারি করছি। আপনারা পালটা মামলা দায়ের করতে পারেন। আগামী ১১ জুলাই অন্যান্য মামলা𒁏র সঙ্গে আমরা সেই মামলা শুনব। এই রিট পিটিশনের চূড়ান্ত রায়ের উপর আগামিকালের ফলাফল নির্ভর করবে।’
সুপ্রিম কোর্টে ধ💃াক্কা খাওয়ার মিনিট ১০-র মধ্যে ফেসবুক লাইভে আসেন উদ্ধব। সেখানেই তিনি ঘোষণা করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চলেছেন। তিনি বলেন, 'একটি অভাবনীয় পরিস্থিতিতে আমায় ক্ষমতায় আসতে হয়েছিল। একইভাবে আমি কুর্সি ছাড়ছি। তবে চিরকালের মতো আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই থাকব। আবারও শিবসেনা ভবনে বসব। '