ফের ধীরে ধীরে দেশজুড়ে বাড়ছে কোভিড কেস। সামনেই শীতকাল, আরও কেসের সংখ্যা বাড়তে পারে এই ভয়ে বেশ কিছু বিধিনিষেধ ফের ফিরিয়ে আনছে উত্তর ও পশ্চিম ভারতের রা🐠জ্য। মহারাষ্ট্র, গুজরাত, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে অতিরিক্ত কড়াকড়ির সিদ্ধান্ত জানান হয়েছে সোমবার।
আগামী এক সপ্তাহ বাদে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আগেই জানিয়েছে মহারাষ্ট্র। এবার রাজ্য ঘোষণা করেছে যে কোভিড নেগেটিভ স♛ার্টিফিকেট ছাড়া দিল্লি-এনসিআর, গুজরাত, রাজস্থান ও গোয়ার মানুষজন প্রবেশ করতে পারবেন না। প্লেনের ক্ষেত্রে ৭২ ঘণ্টা ও ট্রেনের জন্য প্রবেশের ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে বলে রাজ্য নির্দেশ দিয়েছে।
অন্যꦡদিকে হিমাচল প্রদেশ সিদ্ধান্ত নিয়েছে ৩১ ডিসেম্বর অবধি স্কুল ও কলেজ খুলবে না। মান্ডি, কাংরা, শিমলা ও কুল্লুতে রাত আটটা থেকে সকাল ছটা অবধি কার্ফু থাকবে ১৫ ডিসেম্বর অবধি।
মধ্যপ্রদেশে ভোপাল, গ্বালিয়র, ইনদোর ও জবলপুর সহ ছয় রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে। অন্যদিকে গুজরাতে আমদাবাদ, সুরাট, রাজকোট ও ভদোদরায় রাত্রিকালীন কার্ফু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আটট🐻ি জেলায় নাইট কার্ফু করেছে রাজস্থান। এছাড়াও অধিকাংশ রাজ্যেই ৩১ ডিসেম্বর অবধি স্কুল, কলেজ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। যেখানে শুরুও হয়েছিল, সেখানেও ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।
আচমকাই উৎসবের মরশুম যেতেই রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে কেস হুহু করে বাড়ছে। দৈনিক পজিটিভ কেসের সং🍌খ্যা ধীরে ধীরে বাড়ছে। সেই কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকারগুলি। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪.৪৩ লাখ, মৃত্যু হয়েছে ১.৩৩ লাখ মানুষের কোভিডে।